
লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিলেন প্রার্থীরা। সোমবার দিন ব্যাপি প্রার্থীরা শোডাউন করে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন জমা দেন।
আসন্ন ৬ষ্ট তম উপজেলা নির্বাচনের প্রথম ধাপে নির্বাচন কমিশন কতৃক তফসিল ঘোষণার পর আজ ছিলো মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, এ উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধায় ৫ জন উপজেলা চেয়ারম্যান পদে এবং ভাইস চেয়ারম্যান পুরুষ ৮ জন মহিলা ৩ জন পাটগ্রামে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৩জন ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন সহ মোট ২৪ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছে।
পাটগ্রাম উপজেলায় মোট ভোট ১ লক্ষ ৮৭ হাজার ও হাতীবান্ধায় উপজেলায় মোট ভোট ২ লক্ষ ২ হাজার।
লালমনিরহাট প্রতিনিধি 







































