
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার শিবপুরে গ্রামে অবস্থিত ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংক থেকে টাকা লুটের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে ব্যাংক কর্মচারী সাগর শেখকে (২৭) অজ্ঞান করে টাকা লুটে নিয়ে পালিয়ে যায় অজ্ঞাত দুই ব্যক্তি। স্থানীয়রা সাগর শেখকে অসুস্থ অবস্থায় মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ডাচ বাংলা ব্যাংকের শিবপুর গ্রামের গলাকাটা নামক বাজারে বিপ্লব হোসেন নামের এক ব্যক্তি এজন্টে হিসেবে ব্যাংক পরিচালনা করে আসছেন। সোমবার দুপুরের দিকে ব্যাংক কর্মচারী সাগর শেখ কাজ করছিলেন। এসময় অজ্ঞাত দুইজন ব্যক্তি ব্যাংকে প্রবেশ করে তাকে অজ্ঞান করেন। আশেপাশের লোকজন টের পাওয়ার আগেই তারা ব্যাংক থেকে টাকা লুট করে পালিয়ে যায়।
স্থানীয়রা আরও জানান, ঘটনার আগে তারা ব্যাংকে অজ্ঞাত দু’জনকে প্রবেশ করতে দেখেছিলেন। তবে তারাই যে, এ ঘটনার সাথে জড়িত তা নিশ্চিত নন কেউ। তাদের প্রবেশের কিছুক্ষণ পরে সাগরকে অজ্ঞান দেখেন স্থানীয়রা।
ব্যাংক এজেন্ট বিপ্লব হোসেন জানান, স্থানীয়রা সাগরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। ব্যাংকের সিসিটিভি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ বিছিন্ন পেয়েছেন তিনি। অজ্ঞাত ডাকাতরা এ সংযোগগুলো বিছিন্ন করে ডাকাতি করেছে বলে ধারণা করা হচ্ছে।
কত টাকা লুট হয়েছে জানতে বিপ্লব হোসেন বলেন, প্রতিদিন ব্যাংকে অনেক টাকা থাকে। এর সাথে প্রতিদিনের লেনদেনের আরও টাকা থাকে। তাই টাকার অংকের সঠিক হিসেবে দিতে পারেননি তিনি।
মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান জানান, ব্যাংক কর্মচারীর শারীরিক অবস্থা উন্নতির দিকে। চোখ খুলে তাকাচ্ছে। কিন্তু তার চেতনা ফেরেনি। তাকে কিছু খাইয়ে অজ্ঞান করা হয়েছে, না চোখে চেতনানাশক স্প্রে করা হয়েছে তা নিশ্চিত হতে সময় লাগবে।
মুজিবনগর থানার ওসি উজ্জল দত্ত জানান, খরব পেয়ে পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে ভর্তি কর্মচারী সুস্থ হলে, তার কাছ থেকে তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে । তবে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।
মেহেরপুর সংবাদদাতা 







































