
নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পরিকোট গ্রামে পুকুরে ডুবে শাহরিয়ার রহমান হামজা (৬) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ওই গ্রামের বড় বাড়িতে এ ঘটনা ঘটে।
শাহরিয়ার রহমান হামজা স্থানীয় পরিকোট তাহমিদূল আলম নুরানি মাদ্রাসার শিশু-শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে পরিবারের লোকজন মিলে খাবার খাওয়ার সময় শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্দেহ হলে তাৎক্ষণিক পুকুরে খোঁজাখুঁজি করে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এরপর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য গাজী মনির হোসেন দুলাল ও স্থানীয় ডমুরুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন কানন।
নোয়াখালী প্রতিনিধি 







































