বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সংগীতশিল্পী পাগল হাসান

সংগীতশিল্পী পাগল হাসান। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ছাতকে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশায় থাকা সংগীতশিল্পী পাগল হাসানসহ দুই জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান উপজেলার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জালাল আহমেদ।

নিহতারা হলেন- উপজেলার শিমুলতলা মুক্তিগাঁও এলাকার পাগল হাসান (৩৫) ও সাত্তার মিয়া (৫২)।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জালাল আহমেদ জানান, অটোরিকশায় করে ছাতক-দোয়ারাবাজার সড়ক দিয়ে ছাতক উপজেলার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

তাদের মরদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের বরাতে তিনি জানান, এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেছেন।

জনপ্রিয়

রাণীশংকৈলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধর, থানায় মামলা 

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সংগীতশিল্পী পাগল হাসান

প্রকাশের সময় : ১০:৪৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

সুনামগঞ্জের ছাতকে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশায় থাকা সংগীতশিল্পী পাগল হাসানসহ দুই জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান উপজেলার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জালাল আহমেদ।

নিহতারা হলেন- উপজেলার শিমুলতলা মুক্তিগাঁও এলাকার পাগল হাসান (৩৫) ও সাত্তার মিয়া (৫২)।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জালাল আহমেদ জানান, অটোরিকশায় করে ছাতক-দোয়ারাবাজার সড়ক দিয়ে ছাতক উপজেলার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

তাদের মরদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের বরাতে তিনি জানান, এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেছেন।