
যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত।গত ২০২৩ সালের ৮ ডিসেম্বর এ থানায় যোগদান করেন তিনি। দায়িত্ব গ্রহনের পর দুইবার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হন তিনি।
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের কাছ থেকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।
যশোর জেলায় ঝিকরগাছা থানায় একবার ও বেনাপোল পোর্ট থানায় দু’বার জেলায় তিন বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন।
বেনাপোল পোর্ট থানায় যোগদানের পর চলতি বছরের মার্চ মাসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন। জানুয়ারী মাসে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন তিনি।
মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন, পিবিআই’র পুলিশ সুপার রেশমা শারমিন, বিশেষ পুলিশ সুপার (সিআইডি) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসাইনসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
ওসি সুমন ভক্ত বলেন, কৃতজ্ঞতা জানাই সুযোগ্য পুলিশ সুপার স্যারসহ সকল সিনিয়র স্যারদের । আমার সকল সহকর্মীদের প্রতি ভালোবাসা জানা্ই। প্রত্যেকে আন্তরিকতার সাথে এই থানায় দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেল। সকল শ্রেণী পেশার মানুষের জন্য আমার থানা সব সময় উন্মুক্ত। আমি চেষ্টা করছি আইন শৃংখলা পরিস্থিতির উন্নতী সহ সবাইকে সঠিক সেবা দান করা।
যশোর অফিস 







































