
রাজবাড়ীর পাংশাতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ কর্মী মো. সায়েম ফকিরের নিজ উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বৃক্ষ রোপন করা হয়। এসময় ছাত্রলীগ কর্মী মো. সায়েম ফকির বলেন, তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও SDG অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মাননীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং বিপ্লবী সাধারণ সম্পাদক আমার প্রিয় নেতা জনাব শেখ ওয়ালি আসাফ ইনান ভাইয়ের নির্দেশ বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার সামান্য প্রচেষ্টা। উপস্থিত ছিলেন পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ ক্যাপটেন ইয়ামিন আলি, পাংশা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জনাব শফিকুল মোর্শেদ রঞ্জু এবং শিক্ষক পরিষদের ক্রীড়া সম্পাদক কে এম বিল্লাহ খান সহ অনেকে।
রাজবাড়ী প্রতিনিধি 







































