সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জমি নিয়ে বিরোধে ভাইকে হত্যার হুমকি, থানায় অভিযোগ

সিরাজগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বিএনপি নেতা আকমল হোসেন, স্ত্রী খাদিজা খাতুন ও মফিজ উদ্দিনের বিরুদ্ধে। এদের অত্যাচারে এলাকার নিরীহ ও অসহায় মানুষেরা আতংকের মধ্যে দিন কাটাচ্ছে।
বুধবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে বাগবাটি ইউনিয়নের রাঙ্গালিয়াগাঁতী পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে হাকিম হোসেন সদর থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্তে ভাইদের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। পুর্ব বিরোধকে কেন্দ্র করে গত (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে রাঙ্গালিয়াগাঁতী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে ৮নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আকমল হোসেন (৪২) তার স্ত্রী মোছা: খাদিজা বেগম (৩৫) ও  আবুল হোসেনের ছেলে মফিজ (৩৮) দেশীয় অস্ত্র রামদা ও লাঠিসোঁটা নিয়ে হত্যার হুমকি দেন। একপর্যায়ে আনোয়ার হোসেনের ছোট ছেলে মোঃ হাকিম হোসেনকে আলোপাথারী মারপিট করে। তার জীবন বাঁচাতে তিনি দৌড়ে পালিয়ে যায়। এসময় হামলাকারীরা তাকে না পেয়ে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরের দিন সকালে এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয়। বিবাদীদের সঙ্গে আমার জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। আজকে আমাকে ও আমার পরিবারের সদস্যদের যেকোন জায়গায় পেলে হত্যা করে লাশ গুম করে ফেলবে। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।’
ভুক্তভোগী হাকিম হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধে আমার বড় ভাই বিএনপি নেতা সন্ত্রাসী আকমল দেশীয় অস্ত্র রামদা নিয়ে এসে আমাকে মারপিট করে বাড়ি থেকে বেড় করে দেয়। এসময় আমি বাড়ি থেকে বের হতে না চাইলে আমার মাথা লক্ষ্য করিয়া রামদা দিয়ে কোপ মারে। আমি সরে দাড়ালে কোপটি আমার পায়ের আঙ্গুলে আঘাত পেয়ে রক্ত বের হতে থাকে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে আমি ও আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রশাসনের কাছে এই হামলাকারীদের দ্রুত গ্রেফতারের জোড়দাবী করছি।’
এ বিষয়ে অভিযুক্ত আকমল হোসেন বলেন, ভাইদের টাকায় আমাদের মা ওমরা হজ পালন করে। সেই টাকা ও জমি সংক্রান্তের জেরে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটী হয়েছে। এখানে মারপিট ও হত্যার হুমকির বিষয়টি সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট।
হামলার সময়ে ঘটনাস্থলে উপস্থিত আব্দুল হামিদের ছেলে মানু শেখ, আনোয়ার হোসেনের স্ত্রী রাকিয়া খাতুন ও হাজী রেজাউল করিমের ছেলে সম্রাট হোসেন বলেন, গতকাল রাতে হাকিমকে মারপিট করছে তারই বড় ভাই আকমল হোসেন। এসময় হাকিমের চিৎকারে আমরা গিয়ে দেখি আকমলসহ ৪/৫ জন রামদা ও লোহার রড় দিয়ে হামিককে মারপিট করছে। তাদের অত্যাচারে ওই পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছে। বিষয়টি অতিদ্রুত সমাধান না হলে যেকোন সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের আলোকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়

গোগার গোপালপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

জমি নিয়ে বিরোধে ভাইকে হত্যার হুমকি, থানায় অভিযোগ

প্রকাশের সময় : ০৩:০০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
সিরাজগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বিএনপি নেতা আকমল হোসেন, স্ত্রী খাদিজা খাতুন ও মফিজ উদ্দিনের বিরুদ্ধে। এদের অত্যাচারে এলাকার নিরীহ ও অসহায় মানুষেরা আতংকের মধ্যে দিন কাটাচ্ছে।
বুধবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে বাগবাটি ইউনিয়নের রাঙ্গালিয়াগাঁতী পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে হাকিম হোসেন সদর থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্তে ভাইদের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। পুর্ব বিরোধকে কেন্দ্র করে গত (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে রাঙ্গালিয়াগাঁতী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে ৮নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আকমল হোসেন (৪২) তার স্ত্রী মোছা: খাদিজা বেগম (৩৫) ও  আবুল হোসেনের ছেলে মফিজ (৩৮) দেশীয় অস্ত্র রামদা ও লাঠিসোঁটা নিয়ে হত্যার হুমকি দেন। একপর্যায়ে আনোয়ার হোসেনের ছোট ছেলে মোঃ হাকিম হোসেনকে আলোপাথারী মারপিট করে। তার জীবন বাঁচাতে তিনি দৌড়ে পালিয়ে যায়। এসময় হামলাকারীরা তাকে না পেয়ে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরের দিন সকালে এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয়। বিবাদীদের সঙ্গে আমার জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। আজকে আমাকে ও আমার পরিবারের সদস্যদের যেকোন জায়গায় পেলে হত্যা করে লাশ গুম করে ফেলবে। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।’
ভুক্তভোগী হাকিম হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধে আমার বড় ভাই বিএনপি নেতা সন্ত্রাসী আকমল দেশীয় অস্ত্র রামদা নিয়ে এসে আমাকে মারপিট করে বাড়ি থেকে বেড় করে দেয়। এসময় আমি বাড়ি থেকে বের হতে না চাইলে আমার মাথা লক্ষ্য করিয়া রামদা দিয়ে কোপ মারে। আমি সরে দাড়ালে কোপটি আমার পায়ের আঙ্গুলে আঘাত পেয়ে রক্ত বের হতে থাকে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে আমি ও আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রশাসনের কাছে এই হামলাকারীদের দ্রুত গ্রেফতারের জোড়দাবী করছি।’
এ বিষয়ে অভিযুক্ত আকমল হোসেন বলেন, ভাইদের টাকায় আমাদের মা ওমরা হজ পালন করে। সেই টাকা ও জমি সংক্রান্তের জেরে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটী হয়েছে। এখানে মারপিট ও হত্যার হুমকির বিষয়টি সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট।
হামলার সময়ে ঘটনাস্থলে উপস্থিত আব্দুল হামিদের ছেলে মানু শেখ, আনোয়ার হোসেনের স্ত্রী রাকিয়া খাতুন ও হাজী রেজাউল করিমের ছেলে সম্রাট হোসেন বলেন, গতকাল রাতে হাকিমকে মারপিট করছে তারই বড় ভাই আকমল হোসেন। এসময় হাকিমের চিৎকারে আমরা গিয়ে দেখি আকমলসহ ৪/৫ জন রামদা ও লোহার রড় দিয়ে হামিককে মারপিট করছে। তাদের অত্যাচারে ওই পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছে। বিষয়টি অতিদ্রুত সমাধান না হলে যেকোন সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের আলোকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।