শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ সদস্যরা উপজেলা নির্বাচনে প্রচারণায় অংশ নিলে ব্যবস্থা–ইসি রাশেদা

উপজেলা নির্বাচনে আইন অনুযায়ী একজন সংসদ সদস্য তার নিজ এলাকায় অবস্থান ও ভোট দিতে পারবেন। তবে কোনো প্রার্থীর পক্ষ হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা করার প্রমাণ পেলে সংসদ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক মিলনায়তনে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।

তিনি বলেন, ‘প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। ভোটের সঙ্গে সম্পৃক্ত আমাদের সকলকে আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হবে।’ এসময় আইনশৃঙ্খলা বাহিনী, রিটার্নিং কর্মকর্তাসহ সকলকে নিরপেক্ষ থাকারও নির্দেশ দেন।

তিনি বলেন, ‘ভোট সুষ্ঠু করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি রয়েছে। ভোটাররা কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এতে যিনি বাধা দেবেন, তাকে আইনের আওতায় আসতে হবে।’

এর আগে লালমনিরহাটের পাঁচ উপজেলার উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী, সম্ভাব্য প্রার্থীদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক এস এম রশিদুল হকসহ ৩ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবির অধিনায়কসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

তারেক রহমান সপরিবারে যমুনায়

সংসদ সদস্যরা উপজেলা নির্বাচনে প্রচারণায় অংশ নিলে ব্যবস্থা–ইসি রাশেদা

প্রকাশের সময় : ০৭:৪১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

উপজেলা নির্বাচনে আইন অনুযায়ী একজন সংসদ সদস্য তার নিজ এলাকায় অবস্থান ও ভোট দিতে পারবেন। তবে কোনো প্রার্থীর পক্ষ হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা করার প্রমাণ পেলে সংসদ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক মিলনায়তনে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।

তিনি বলেন, ‘প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। ভোটের সঙ্গে সম্পৃক্ত আমাদের সকলকে আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হবে।’ এসময় আইনশৃঙ্খলা বাহিনী, রিটার্নিং কর্মকর্তাসহ সকলকে নিরপেক্ষ থাকারও নির্দেশ দেন।

তিনি বলেন, ‘ভোট সুষ্ঠু করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি রয়েছে। ভোটাররা কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এতে যিনি বাধা দেবেন, তাকে আইনের আওতায় আসতে হবে।’

এর আগে লালমনিরহাটের পাঁচ উপজেলার উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী, সম্ভাব্য প্রার্থীদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক এস এম রশিদুল হকসহ ৩ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবির অধিনায়কসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।