
চেলসির বাজে সময় কাটছেই না। আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ার সুযোগ ক্রমেই ক্ষীণ হয়ে আসছে ব্লুদের। অন্যদিকে এই মৌসুমে উনাই এমেরির অধীনে দুর্দান্ত খেলছে অ্যাস্টন ভিলা। আছে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার পথে। দুই দলের লড়াইয়ে অ্যাস্টন ভিলা এগিয়েও গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দুই গোল শোধ করে ম্যাচ সমতায় শেষ করেছে চেলসি।
শনিবার (২৭ এপ্রিল) ভিলা পার্কে স্বাগতিক অ্যাস্টন ভিলার বিপক্ষে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছে চেলসি। প্রথমার্ধে মার্ক কুকুরেয়ার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে চেলসি। এরপর মর্গান রজার্স ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে ননি মাদুয়েকে ও কনর গ্যালাঘার গোল দুটি শোধ করেন।
এদিন বল দখলে রাখার ক্ষেত্রে বিশাল ব্যবধানে এগিয়ে ছিল চেলসি। তবে ঠিক সুবিধা করে উঠতে পারছিল না ব্লুরা। উল্টো চতুর্থ মিনিটে লিড পায় স্বাগতিক অ্যাস্টন ভিলা। চেলসির ডি-বক্সে ভিলার পাঠানো ক্রস এক খেলোয়াড়ের পা হয়ে কুকুরেয়ার পায়ে লেগে জালে জড়িয়ে যায়।
১৬ মিনিটে ভিলার জালে বল পাঠিয়েছিলেন নিকোলাস জ্যাকসন। কিন্তু ভিএআর দেখে অফসাইড দেন রেফারি।
৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অ্যাস্টন ভিলা। ম্যাটি ক্যাশের পাস থেকে দারুণ প্লেসিং শটে পেত্রোভিচকে পরাস্ত করে বার ঘেঁষে বল জালে পাঠান রজার্স।
দ্বিতীয়ার্ধে খেলায় ফিরতে মরিয়া চেলসি একের পর এক আক্রমণ চালাতে থাকে। তবে কোনো শটই লক্ষ্য রাখতে পারছিল না। বেশিরভাগ শটই ছিল এলোপাথাড়ি।
৬২ মিনিটে সমতায় ফেরে চেলসি। অ্যাস্টন ভিলার রক্ষণভাগের ভুলে বল পেয়ে ডি-বক্সের ভেতর থেকে কোনাকুনি প্লেসিং শটে গোল করেন মাদুয়েকে। ৬৯ মিনিটে ভিলার ডি-বক্সের ঠিক বাইরে মাদুয়েকেকে ফেলে দিলে ফ্রি-কিক পায় চেলসি। কিন্তু পালমার স্পটকিক লক্ষ্যে রাখতে ব্যর্থ হন।
৮১ মিনিটে দুর্দান্ত এক গোল করে চেলসিকে সমতায় ফেরান গ্যালাঘার। ডি-বক্সের ঠিক বাইরে বল পেয়ে বাঁকানো শটে দৃষ্টিনন্দন গোলটি করেন তিনি।
এদিন ম্যাচ শেষের পর মাঠেই রেফারির সঙ্গে তর্কে জড়ান চেলসির খেলোয়াড়রা। ভিএআরে দেওয়া সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানান চেলসির কোচ মাউরিসিও পচেত্তিনোও।
এই ড্রয়ে ৩৩ ম্যাচ শেষে ১৩ জয় ও ৯ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে চেলসি। দুই ম্যাচ বেশি খেলা অ্যাস্টন ভিলা ৬৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে। এই ড্রয়ে ভিলার জন্য চ্যাম্পিয়ন্স লিগের পথ কিছুটা কঠিন হলো। পাঁচ নম্বরে থাকা টটেনহ্যাম দুই ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট পিছিয়ে।
বার্তাকণ্ঠ ডেস্ক।। 







































