শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার ২

সাড়ে ৩ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার ২

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ৩টি স্বর্ণের বারসহ চোরাচালান চক্রের দু’জনকে গ্রেপ্তার করেছে ৫৮ বিজিবি। রোববার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার নগরবন্নী এলাকার মাদ্রাসার সামনে থেকে তাদের আটক করা হয় ।

গ্রেপ্তারকৃত জুয়েল রানা (২৭) এবং মো. সুমন (২৩)  ঝিনাইদহের মহশেপুর উপজেলার জুলুলী সুন্দরপুর গ্রামের বদিয়ার মন্ডলের দুই ছেলে।

৫৮ বিজিবির অধিনায়ক এইচএম সালাহউদ্দিন চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানাতে পারি, জুলুলী এলাকা দিয়ে স্বর্ণ পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণেই আমরা নগরবন্নী এলাকার মাদরাসার সামনে এ্যাম্বুশ করে অবস্থান করা হয়। এ অবস্থায় দুইজন ব্যাক্তি মোটরসাইকেলে চেপে সীমান্তের দিকে যাচ্ছিলেন। ওই সময় তাদের গতিরোধ করা হয়। জিজ্ঞাসাবাদের পর সন্দেহভাজন হওয়ায় সার্চ করা হয়। তাদের একজনের কোমরে বাঁধা সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় একটি প্যাকেটে ৩টি স্বণের বার পাওয়া যায়।

তিনি আরও জানান, স্বর্ণের বার ৩টির ওজন ৩ কেজি ৫৫৮ গ্রাম। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৩২ লাখ ৪৯ হাজা ৪৮৫ টাকা। শুল্ককর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য বহন ও নিজ জিম্মায় রাখায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের মহেশপুর থানায় হন্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাচারের মামলা দায়ের করা হয়েছে। স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

জনপ্রিয়

হাত মেলানোর দুদিন পর পাকিস্তানকে ‘খারাপ প্রতিবেশী’ বলে হুমকি জয়শঙ্করের

ঝিনাইদহে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ১০:৩৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ৩টি স্বর্ণের বারসহ চোরাচালান চক্রের দু’জনকে গ্রেপ্তার করেছে ৫৮ বিজিবি। রোববার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার নগরবন্নী এলাকার মাদ্রাসার সামনে থেকে তাদের আটক করা হয় ।

গ্রেপ্তারকৃত জুয়েল রানা (২৭) এবং মো. সুমন (২৩)  ঝিনাইদহের মহশেপুর উপজেলার জুলুলী সুন্দরপুর গ্রামের বদিয়ার মন্ডলের দুই ছেলে।

৫৮ বিজিবির অধিনায়ক এইচএম সালাহউদ্দিন চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানাতে পারি, জুলুলী এলাকা দিয়ে স্বর্ণ পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণেই আমরা নগরবন্নী এলাকার মাদরাসার সামনে এ্যাম্বুশ করে অবস্থান করা হয়। এ অবস্থায় দুইজন ব্যাক্তি মোটরসাইকেলে চেপে সীমান্তের দিকে যাচ্ছিলেন। ওই সময় তাদের গতিরোধ করা হয়। জিজ্ঞাসাবাদের পর সন্দেহভাজন হওয়ায় সার্চ করা হয়। তাদের একজনের কোমরে বাঁধা সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় একটি প্যাকেটে ৩টি স্বণের বার পাওয়া যায়।

তিনি আরও জানান, স্বর্ণের বার ৩টির ওজন ৩ কেজি ৫৫৮ গ্রাম। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৩২ লাখ ৪৯ হাজা ৪৮৫ টাকা। শুল্ককর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য বহন ও নিজ জিম্মায় রাখায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের মহেশপুর থানায় হন্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাচারের মামলা দায়ের করা হয়েছে। স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।