
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় লিমা আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে তার শ্বশুর বাড়ির লোকেরা।
মঙ্গলবার (৩০) এপ্রিল সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী গ্রামে লিমার শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে।
লিমা সদর ইউনিয়নের আব্দুল মজিদ খার ডাঙ্গী গ্রামের বাসিন্দা মৃত শেক বাবুলের বড় মেয়ে। তার আট বছর বয়সী একটি মেয়ে রয়েছে। লিমার স্বামী সৌদি প্রবাসী রাশেদ মোল্লা(৩৪) জানায় তিনি তিনমাস হলো ছুটিতে বাড়ি এসেছেন। ঘটনার দিন সকালে তার স্ত্রী মেয়েকে স্কুলে পৌঁছে দিতে তাকে স্কুলে পাঠায়। রাশেদ মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি এসে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি শুরু করে।
কোন সারা না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে স্ত্রী গলায় শাড়ি পেঁচানো অবস্থায় আড়ার সাথে ঝুলতে দেখে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে তাদের সহযোগিতায় লিমাকে দ্রুত চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.ফারজানা আকবর প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে গৃহবধূকে মৃত ঘোষণা করেন। ডা. ফারজানা বলেন গৃহবধূ হাসপাতালে আসার আগেই মৃত ছিল। তারা মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর জানা যাবে মৃত্যুর আসল রহস্য। এ ঘটনায় চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ফরিদপুর প্রতিনিধি 





































