
বাগেরহাটের শরণখোলা উপজেলায় বসতবাড়ির মুরগীর খোপ থেকে একটি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। পূর্ব বন বিভাগের ভোলা টহল ফাড়ির অফিস এলাকার বনে ছাড়া হয় অজগরটি।
মঙ্গলবার ৩০ (এপ্রিল) দুপুরে উপজেলার সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামের বাসিন্দা মো. মাহবুব আকনের বাড়ি থেকে, সিপিজি ভিটিআরটি ও শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্যরা,উদ্ধার করেন অজগরটি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ)শেখ মাহবুব হাসান জানান, ১২ ফুট লম্বা ২০ কেজি ওজনের অজগরটি বিকেলে বনে অবমুক্ত করা হয়েছে।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 




































