
রাজবাড়ী জেলার পাংশা এলাকা থেকে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০ এর অভিযানিক দল।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে ফরিদপুর র্যাব-১০এর কোম্পানি কমান্ডার শাইখ আক্তার এক প্রেস নোট মাধ্যমে জানান,গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন বলরামপুর এলাকা থেকে ০১টি বিদেশী পিস্তল সহ মিজানুর রহমান বকুল নামে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সে বলরামপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। এসময় তার নিকট থেকে ০১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়। এবিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।
রাজবাড়ী প্রতিনিধি 







































