মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ৯ বছর আগে আতাউর হত্যা মামলায় চিহ্নিত সন্ত্রাসী দাতাল বাবু আটক

যশোরে ৯ বছর  পর আতাউর হত্যা মামলায় চিহ্নিত সন্ত্রাসী সাইদুজ্জামান ওরফে দাতাল বাবুকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বাড়ির সামনে থেকে আটকের পর তাকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটক দাতাল বাবুর শহরের আরবপুর বিমান বন্দও সড়কের আব্দুর রাজ্জাক ওরফে হাসেম আলী বিশ^াসের ছেলে।

ডিবি পুলিশ জানিয়েছে, ২০১৫ সালের ১৫ এপ্রিল রাতে সুকৌশলে ফিরোজ হায়দারের ছেলে আতাউর রহমানকে গুলি করে হত্যা করে। আতাউর রহমানের বাড়ি রাজবাড়ি জেলায় কিন্তু তারা যশোর শহরতলীর ডাকাতিয়া গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পাশাপাশি আতাউর রহমান ডিস লাইনের কাজ করতেন। পূর্ব শত্রুতার জের ধরে শহরের শংকরপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী কবির চৌধুরী ও দাতাল বাবুসহ বেখ কয়েকজন আসামি ২০১৫ সালের ১৮ এপ্রিল রাত ১০টার দিকে গুলি করে হত্যাচেষ্টা করে। প্রথমে যশোর ২৫০ শয্যা এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করেন চিকিৎসকেরা। কিন্তু সেখানে নেয়ার পরে ১৯ এপ্রিল সকালে আতাউর মারা যান। এই ঘটনায় নিহতের পিতা কোতোয়ালি থানায় অজ্ঞাদনামা আসামি দিয়ে মামলা করেন। তদন্ত শেষে এই মামলায় কবীর চৌধুরী ও দাতাল বাবুসহ ১৩জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তৎকালিন সিআইডি পুলিশের পরিদর্শক হারুন অর রশিদ। কিন্তু এতদিন পলাতক থাকা দাতাল বাবুকে গত বৃহস্পতিবার দিবাহগত গভীর রাতে বাড়ির সামনে থেকে তাকে আটকের পর শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

যশোরসহ ২৫ জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

তীব্র গরমের কারণে আজ শনিবার (৪ মে) থেকে যশোরসহ দেশের ২৫ জেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।শুক্রবার (৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দেশে চলমান দাবদাহের কারণে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলার, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুরের সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার (৪ মে) বন্ধ থাকবে।

নড়াইলে প্রচ- তাপদাহে ১৫ শিক্ষার্থী অসুস্থ, স্কুল ছুটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ঈদের ছুটি শেষে গত ২১ এপ্রিল সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিলো। তবে ২০ এপ্রিলে তীব্র গরমের কারণে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়।

এরপর গত ২৮ এপ্রিল শর্তসাপেক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়। কিন্তু পরদিন হাইকোর্ট দেশের সব প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের আদেশ দেয়।

ফরিদপুরে শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে যশোরে ইসলামী আন্দোলনের  বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরের মধুখালিতে শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুরের মধুখালিতে কতিপয় উগ্র সন্ত্রাসী কর্তৃক নিরীহ হাফেজে কুরআন দুই সহোদর শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শুক্রবার, খুলনা বাস স্ট্যান্ড, যশোর এ ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভ মিছিল সমাবেশ কর্মসূচিতে সভাপতিত্ব করবেন সংগঠনের যশোর জেলা সভাপতি আলহাজ্ব মিয়া মোহাম্মদ আব্দুল হালিম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন।

মধুখালির হত্যাকান্ডের ঘটনা উগ্রবাদিদের পরিকল্পিত হত্যাকান্ড। সরকার ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা হয়ে ভারতের গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়েছে। ভারতের কাছে দেশকে ইজারা দিয়ে হলেও সরকারের ক্ষমতা চাই। উগ্রবাদিরা পূজার নামে নাঙ্গা তলোয়ার হাতে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। মন্দিরে আগুন দেয়ার অজুহাতে কোন প্রকার তদন্ত ছাড়াই দুই সহোদর হাফেজে কুরআন শ্রমিক হত্যাকান্ডের ঘটনা আমাদের ভাবিয়ে তুলেছে। এ ঘটনা দেশ ও মুসলিম উম্মাহর জন্য অশনি সংকেত। ফরিদপুরের মধুখালির ঘটনার বিচার দাবি করা হয়। খুনিরা এখনো ধরা ছোয়ার বাইরে কেন? খুনিদের বিচার করতে ব্যর্থ হলে সর্বত্র আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা, জয় সেকেট্রি মোহাম্মদ আলী সরদার, সংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুর রশিদ, প্রচার-দাওয়াহ বিষয়ক সম্পাদক ও ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মোঃ কামরুজ্জামান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, পৌর শাখ সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম, সদর থানা সভাপতি মোঃ আখতারুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সভাপতি মোঃ ইমরান হোসাইন, সহ অন্যান্য নেতৃবৃন্দ।#

জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গুচ্ছ পদ্ধতিতে ‘বি’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির হার এবারও গড়ে ৯০ কাছাকাছি বলে জানিয়েছেন জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.মোঃ আনোয়ার হোসেন।

অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন,‘সারা বাংলাদেশে অত্যন্ত সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, কোথাও কোনো অঘটন ঘটেনি বা প্রশ্নেও কোনো ত্রুটি পাওয়া যায়নি। কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই পরীক্ষা শুরুর পূর্বেই সকল কেন্দ্র ও উপকেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হয়। সার্বিকভাবে বলা যায়, অত্যন্ত সুন্দর পরিবেশে ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যেই ‘বি’ ইউনিটের ফলাফল ঘোষণা করা হবে। ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য ২২টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার মধ্যে সবগুলোতেই শিক্ষার্থীদের উপস্থিতির হার প্রায় ৯০ শতাংশের উপরে বা কাছাকাছি। তবে সর্বনিম্ন ৭২ দশমিক ৭৮ শতাংশ উপস্থিতির হার ছিল রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। আর যবিপ্রবি কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৯৩ দশমিক ৫৯ শতাংশ। তিনি বলেন, সুষ্ঠু ও নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ যাঁরা প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশনসহ সার্বিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একইসঙ্গে বাংলাদেশের বিভিন্ন স্তরের সামরিক-বেসমারিক, আধা-সামরিক, গোয়েন্দা সংস্থাসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াত, থাকা-খাওয়াসহ বিভিন্ন দুর্দশা লাঘবে চতুর্থবারের মতো তিনটি ইউনিটে জিএসটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের পরীক্ষা বেলা ১১ থেকে ১২ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।  গত ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে আবেদনকৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে এ পরীক্ষা শুরু হয়। ইতোমধ্যে ‘এ’ ইউনিটের ফলাফলও প্রকাশ করা হয়েছে। এতে পাসের ছিল ৩৩ দশমিক ৯৮ শতাংশ। ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘এ’ ইউনিটভুক্ত শিক্ষার্থীদের জন্য ১২ হাজার ৪০২টি আসন রয়েছে।  ২৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এ বছর ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী আবেদন করে। তবে পরীক্ষায় তাদের গড় উপস্থিতি ছিল ৯০ শতাংশের কাছাকাছি। আর ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘বি’ ইউনিটভুক্ত শিক্ষার্থীদের জন্য চার হাজার ৫১৫টি আসন রয়েছে।

জিএসটির ওয়েবসাইটে জানানো হয়েছে, আগামী  ১০ মে ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে আবেদনকৃত শিক্ষার্থীদের বেলা ১১টা-১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ২৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবং ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬ জন আবেদন করেছেন। আর ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘সি’ ইউনিটভুক্ত শিক্ষার্থীদের জন্য তিন হাজার ৬২৯টি আসন রয়েছে।

উল্লেখ্য, জিএসটিভুক্ত ভর্তি পরীক্ষার আসন বিন্যাস, ফলাফলসহ অন্যান্য সকল তথ্য https://gstadmission.ac.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নির্বাচন আগামী কাল  

আদালতের নির্দেশনা উপেক্ষা করে ৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির ‘আলোচিত’ নির্বাচন।

গত বৃহস্পতিবার (২ মে) যশোরের সিনিয়র সহকারী জজ (শার্শা থানা) লাভলী নাজনীন এক আদেশে ওই নির্বাচনে যাতে ভোট গ্রহণ করতে না পারে, সেলক্ষ্যে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। তার ওই আদেশের কারণে সমিতির পূর্বের তফসিল অনুযায়ী ভোট গ্রহণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার কথা। কিন্তু আদালতের সেই নির্দেশনা উপেক্ষা করে তারা নির্বাচনে ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে।

সমিতির নির্বাচন কমিশনার শাহজাহান সবুজ বলেন, আমরা আদালতের নির্দেশনা পাইনি। সেকারণে পূর্বঘোষিত তফসিল অনুযায়ী এখন পর্যন্ত ভোট গ্রহণের বিষয়ে চূড়ান্ত পর্যায়ে রয়েছি।

সংবাদ সম্মেলনে একজন সভাপতি প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার এবং স্থানীয় বিভিন্ন পত্রিকায় নির্বাচন অনির্দিষ্টকালের কালের জন্য স্থগিত সংক্রান্তে আদালতের নিষেধাজ্ঞার সংবাদ প্রকাশিত হওয়ার বিষয়ে জানতে চাইলে শাহজাহান সবুজ বলেন, বিষয়টি আমার জানা নেই।

এদিকে, নির্বাচনকে অবৈধ, সুষ্ঠু না হওয়ার আশঙ্কা এবং সর্বোপরি গতকাল ২ মে আদালত কর্তৃক ভোট গ্রহণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করায় সভাপতি পদে জয়নাল আবেদীন নামে একজন প্রার্থী সংবাদ সম্মেলনের মাধ্যমে আজ তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

শুক্রবার বিকেলে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি (রেজি নম্বর খুলনা-১২৬৭) গত ৩১ মার্চ ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে কোনও এজেন্ডা বা সাধারণ সভার নোটিস দেওয়া হয়নি। ইফতার অনুষ্ঠানে যোগদানের পর জানতে পারি- কার্যনির্বাহী কমিটির নির্বাচন করা হবে। এই বিষয়টি কোনও সদস্যই জানতেন না। তাদের এই কাজে সদস্যরা প্রতিবাদ করেন এবং সাধারণ সভার জন্যে সংগঠনের গঠনতন্ত্রের ২৩ (খ) ধারা অনুযায়ী নোটিস করার বিধান থাকলেও তা করা হয়নি। এরপর তারা গত ১৪ এপ্রিল সরকারি ছুটির দিনে তড়িঘড়ি করে মনোনয়নপত্র বিক্রির দিন ধার্য্য করে। কিন্তু আমরা প্যানেল করতে চাইলে তারা মনোনয়নপত্র বিক্রি করেনি।

এই ঘটনায় সংক্ষুব্ধ ভোটার (নম্বর ৪০১) আল মামুন ও তিনি নিজে (জয়নাল আবেদীন) বিভাগীয় শ্রম দফতরের রেজিস্ট্যার্ড অব ট্রেড ইউনিয়ন্সের পরিচালক বরাবর নির্বাচন বন্ধ এবং নতুন করে সাধারণ সভার মাধ্যমে তফসিল ঘোষণা করে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।

এরপর গত ২৮ এপ্রিল আল মামুন বাদী হয়ে সংগঠনের নির্বাচন সংক্রান্তে গত ৩ এপ্রিলের প্রকাশিত নির্বাচনী তফসিল অবৈধ ঘোষণা দাবি করে বাদীদের অনুকূলে ডিক্রি চেয়ে আদালতে মামলা করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী ডিএন তাপস রায় জানান, ২ মে এক আদেশে বিজ্ঞ আদালত বলেন, বিবাদীপক্ষ যাতে গত ৩ এপ্রিলের নির্বাচনী তফসিল অনুযায়ী ৪ মে তারিখে ভোট গ্রহণ করতে না পারে, সেলক্ষ্যে বিবাদীপক্ষের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হলো। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বিবাদীগণকে উল্লিখিত কাজ থেকে বিরত থাকতে নিষেধ করা হলো।

যশোর সদর, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলায়  ৩৯ প্রার্থী মনোনয়ন পত্র জমা

আগামিকাল রোববার যশোরের তিন উপজেলা সদর, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার মনোনয়ন যাচাইবাছাইয়ের পর ওই দিনই বৈধ প্রার্থীদের চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষনা করা হবে জানান জেলা নির্বাচনি অফিসার আনিসুর রহমান। এর আগে ১ মে বুধ ও ২ মে বৃহস্পতিবার ৩৯ প্রার্থী নির্ধারিত দিনে নিজ নিজ উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দেয়। এর মধ্যে সদর উপজেলায় ১৫ প্রার্থী, অভয়নগর ৭ প্রার্থী ও বাঘারপাড়া ১৭ প্রার্থী মনোনয়ন পত্র জমা জমা দেয়।

সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক সম্পাদক শাহারুল ইসলাম, সদর উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক ফাতেমা আনোয়ার, যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু, ও শফিকুল ইসলাম জুয়েল।

ভাইসচেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান  সুলতান মাহমুদ বিপুল, জেলা যুবলীগের সহঅর্থ সম্পাদক কামাল খান পর্বত, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান খান শিপলু, মনিরুজ্জামান ও জাহিদুর রহমান। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোৎন্সা আরা মিলি, বাশিনুর নাহার ও শিল্পী খাতুন।

বাঘাপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন  এফ এম আশরাফুল কবির, আব্দুর রউফ, মাসুম রেজা, সেলিম রেজা, হাসান আলী ও রাজীব কুমার রায়। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন এনায়েত হোসেন লিটন, আসাদুজ্জামান, গোলাম ছরোয়ার, জয়নাল আাবেদীন, তাওহিদুর রহমান, নাজমুল হুসাইন ও শাহ জালাল।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়ন জমা দিয়েছেন, বিথীকা বিশ^াস, দিলারা জামান রেক্সনা খাতুন ও শামছুন্নাহার।

অভয়নগর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন রবিন অধিকারী, শেখ আবরারুল হক ও সরদার অলিয়ার রহমান। ভাইসচেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন জমা দিয়েছেন  আখতারুজ্জামান তারু। ভাইসচেয়ারম্যান (মহিলা) পদে মনোয়ন জমা দিয়েছেন ডাঃ সাফিয়া খানম, মিনারা পারভীন ও লায়লা খাতুন। আগামি ২৯ মে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাংবাদিক আইয়ুব হোসেনের পিতার ইন্তেকাল :প্রেসক্লাব যশোরের শোক

প্রেসক্লাব যশোরের সদস্য আইয়ুব হোসেনের পিতা  মোশাররফ হোসেন (৯৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রেসক্লাব যশোর।

প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একইসাথে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

যশোরে ইয়াবা সহ দুই বিক্রেতা আটক 

যশোর শহরের দুটি এলাকা থেকে অভিযান চালিয়ে  পুলিশ দুই ইয়াবা বিক্রেতাকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে সদর উপজেলার শেখহাটি গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে মোস্তাকিম মোল্লা ও যশোরের শার্শা উপজেলার উলাশী গ্রামের ইমান আলীর ছেলে আকাশ হোসেন। এ ব্যাপারে মাদক আইনে কোতয়ালি থানায় দু’টি মামলা হয়েছে।

পুলিশ জানায় গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে শহরের চৌরাস্তা মিনিস্টার শো’রুমের সামনে ইয়াবা বিক্রেতা ইয়াবা বেচাকেনার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা আকাশ হোসেন পালানোর চেষ্টা করে এ সময় তাকে আটক করে ২১পিস ইয়াবা উদ্ধার করে।  একইদিন বিকেল শহরের বড় বাজারস্থ চুড়ি পট্টি হাজী আব্দুল করিম রোড বাইলেন মেসার্স শহিদুল ট্রেডার্স এর সামনে কতিপয় মাদক বিক্রেতা ইয়াবা বেচাকেনার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ইয়াবা বিক্রেতা যুবক মোস্তাকিম মোল্লা পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তার কাছ থেকে ১৫পিস ইয়াবা উদ্ধার করে।#

জনপ্রিয়

মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

যশোরে ৯ বছর আগে আতাউর হত্যা মামলায় চিহ্নিত সন্ত্রাসী দাতাল বাবু আটক

প্রকাশের সময় : ০৯:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪

যশোরে ৯ বছর  পর আতাউর হত্যা মামলায় চিহ্নিত সন্ত্রাসী সাইদুজ্জামান ওরফে দাতাল বাবুকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বাড়ির সামনে থেকে আটকের পর তাকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটক দাতাল বাবুর শহরের আরবপুর বিমান বন্দও সড়কের আব্দুর রাজ্জাক ওরফে হাসেম আলী বিশ^াসের ছেলে।

ডিবি পুলিশ জানিয়েছে, ২০১৫ সালের ১৫ এপ্রিল রাতে সুকৌশলে ফিরোজ হায়দারের ছেলে আতাউর রহমানকে গুলি করে হত্যা করে। আতাউর রহমানের বাড়ি রাজবাড়ি জেলায় কিন্তু তারা যশোর শহরতলীর ডাকাতিয়া গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পাশাপাশি আতাউর রহমান ডিস লাইনের কাজ করতেন। পূর্ব শত্রুতার জের ধরে শহরের শংকরপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী কবির চৌধুরী ও দাতাল বাবুসহ বেখ কয়েকজন আসামি ২০১৫ সালের ১৮ এপ্রিল রাত ১০টার দিকে গুলি করে হত্যাচেষ্টা করে। প্রথমে যশোর ২৫০ শয্যা এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করেন চিকিৎসকেরা। কিন্তু সেখানে নেয়ার পরে ১৯ এপ্রিল সকালে আতাউর মারা যান। এই ঘটনায় নিহতের পিতা কোতোয়ালি থানায় অজ্ঞাদনামা আসামি দিয়ে মামলা করেন। তদন্ত শেষে এই মামলায় কবীর চৌধুরী ও দাতাল বাবুসহ ১৩জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তৎকালিন সিআইডি পুলিশের পরিদর্শক হারুন অর রশিদ। কিন্তু এতদিন পলাতক থাকা দাতাল বাবুকে গত বৃহস্পতিবার দিবাহগত গভীর রাতে বাড়ির সামনে থেকে তাকে আটকের পর শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

যশোরসহ ২৫ জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

তীব্র গরমের কারণে আজ শনিবার (৪ মে) থেকে যশোরসহ দেশের ২৫ জেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।শুক্রবার (৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দেশে চলমান দাবদাহের কারণে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলার, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুরের সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার (৪ মে) বন্ধ থাকবে।

নড়াইলে প্রচ- তাপদাহে ১৫ শিক্ষার্থী অসুস্থ, স্কুল ছুটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ঈদের ছুটি শেষে গত ২১ এপ্রিল সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিলো। তবে ২০ এপ্রিলে তীব্র গরমের কারণে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়।

এরপর গত ২৮ এপ্রিল শর্তসাপেক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়। কিন্তু পরদিন হাইকোর্ট দেশের সব প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের আদেশ দেয়।

ফরিদপুরে শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে যশোরে ইসলামী আন্দোলনের  বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরের মধুখালিতে শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুরের মধুখালিতে কতিপয় উগ্র সন্ত্রাসী কর্তৃক নিরীহ হাফেজে কুরআন দুই সহোদর শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শুক্রবার, খুলনা বাস স্ট্যান্ড, যশোর এ ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভ মিছিল সমাবেশ কর্মসূচিতে সভাপতিত্ব করবেন সংগঠনের যশোর জেলা সভাপতি আলহাজ্ব মিয়া মোহাম্মদ আব্দুল হালিম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন।

মধুখালির হত্যাকান্ডের ঘটনা উগ্রবাদিদের পরিকল্পিত হত্যাকান্ড। সরকার ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা হয়ে ভারতের গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়েছে। ভারতের কাছে দেশকে ইজারা দিয়ে হলেও সরকারের ক্ষমতা চাই। উগ্রবাদিরা পূজার নামে নাঙ্গা তলোয়ার হাতে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। মন্দিরে আগুন দেয়ার অজুহাতে কোন প্রকার তদন্ত ছাড়াই দুই সহোদর হাফেজে কুরআন শ্রমিক হত্যাকান্ডের ঘটনা আমাদের ভাবিয়ে তুলেছে। এ ঘটনা দেশ ও মুসলিম উম্মাহর জন্য অশনি সংকেত। ফরিদপুরের মধুখালির ঘটনার বিচার দাবি করা হয়। খুনিরা এখনো ধরা ছোয়ার বাইরে কেন? খুনিদের বিচার করতে ব্যর্থ হলে সর্বত্র আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা, জয় সেকেট্রি মোহাম্মদ আলী সরদার, সংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুর রশিদ, প্রচার-দাওয়াহ বিষয়ক সম্পাদক ও ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মোঃ কামরুজ্জামান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, পৌর শাখ সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম, সদর থানা সভাপতি মোঃ আখতারুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সভাপতি মোঃ ইমরান হোসাইন, সহ অন্যান্য নেতৃবৃন্দ।#

জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গুচ্ছ পদ্ধতিতে ‘বি’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির হার এবারও গড়ে ৯০ কাছাকাছি বলে জানিয়েছেন জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.মোঃ আনোয়ার হোসেন।

অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন,‘সারা বাংলাদেশে অত্যন্ত সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, কোথাও কোনো অঘটন ঘটেনি বা প্রশ্নেও কোনো ত্রুটি পাওয়া যায়নি। কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই পরীক্ষা শুরুর পূর্বেই সকল কেন্দ্র ও উপকেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হয়। সার্বিকভাবে বলা যায়, অত্যন্ত সুন্দর পরিবেশে ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যেই ‘বি’ ইউনিটের ফলাফল ঘোষণা করা হবে। ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য ২২টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার মধ্যে সবগুলোতেই শিক্ষার্থীদের উপস্থিতির হার প্রায় ৯০ শতাংশের উপরে বা কাছাকাছি। তবে সর্বনিম্ন ৭২ দশমিক ৭৮ শতাংশ উপস্থিতির হার ছিল রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। আর যবিপ্রবি কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৯৩ দশমিক ৫৯ শতাংশ। তিনি বলেন, সুষ্ঠু ও নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ যাঁরা প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশনসহ সার্বিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একইসঙ্গে বাংলাদেশের বিভিন্ন স্তরের সামরিক-বেসমারিক, আধা-সামরিক, গোয়েন্দা সংস্থাসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াত, থাকা-খাওয়াসহ বিভিন্ন দুর্দশা লাঘবে চতুর্থবারের মতো তিনটি ইউনিটে জিএসটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের পরীক্ষা বেলা ১১ থেকে ১২ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।  গত ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে আবেদনকৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে এ পরীক্ষা শুরু হয়। ইতোমধ্যে ‘এ’ ইউনিটের ফলাফলও প্রকাশ করা হয়েছে। এতে পাসের ছিল ৩৩ দশমিক ৯৮ শতাংশ। ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘এ’ ইউনিটভুক্ত শিক্ষার্থীদের জন্য ১২ হাজার ৪০২টি আসন রয়েছে।  ২৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এ বছর ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী আবেদন করে। তবে পরীক্ষায় তাদের গড় উপস্থিতি ছিল ৯০ শতাংশের কাছাকাছি। আর ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘বি’ ইউনিটভুক্ত শিক্ষার্থীদের জন্য চার হাজার ৫১৫টি আসন রয়েছে।

জিএসটির ওয়েবসাইটে জানানো হয়েছে, আগামী  ১০ মে ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে আবেদনকৃত শিক্ষার্থীদের বেলা ১১টা-১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ২৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবং ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬ জন আবেদন করেছেন। আর ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘সি’ ইউনিটভুক্ত শিক্ষার্থীদের জন্য তিন হাজার ৬২৯টি আসন রয়েছে।

উল্লেখ্য, জিএসটিভুক্ত ভর্তি পরীক্ষার আসন বিন্যাস, ফলাফলসহ অন্যান্য সকল তথ্য https://gstadmission.ac.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নির্বাচন আগামী কাল  

আদালতের নির্দেশনা উপেক্ষা করে ৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির ‘আলোচিত’ নির্বাচন।

গত বৃহস্পতিবার (২ মে) যশোরের সিনিয়র সহকারী জজ (শার্শা থানা) লাভলী নাজনীন এক আদেশে ওই নির্বাচনে যাতে ভোট গ্রহণ করতে না পারে, সেলক্ষ্যে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। তার ওই আদেশের কারণে সমিতির পূর্বের তফসিল অনুযায়ী ভোট গ্রহণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার কথা। কিন্তু আদালতের সেই নির্দেশনা উপেক্ষা করে তারা নির্বাচনে ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে।

সমিতির নির্বাচন কমিশনার শাহজাহান সবুজ বলেন, আমরা আদালতের নির্দেশনা পাইনি। সেকারণে পূর্বঘোষিত তফসিল অনুযায়ী এখন পর্যন্ত ভোট গ্রহণের বিষয়ে চূড়ান্ত পর্যায়ে রয়েছি।

সংবাদ সম্মেলনে একজন সভাপতি প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার এবং স্থানীয় বিভিন্ন পত্রিকায় নির্বাচন অনির্দিষ্টকালের কালের জন্য স্থগিত সংক্রান্তে আদালতের নিষেধাজ্ঞার সংবাদ প্রকাশিত হওয়ার বিষয়ে জানতে চাইলে শাহজাহান সবুজ বলেন, বিষয়টি আমার জানা নেই।

এদিকে, নির্বাচনকে অবৈধ, সুষ্ঠু না হওয়ার আশঙ্কা এবং সর্বোপরি গতকাল ২ মে আদালত কর্তৃক ভোট গ্রহণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করায় সভাপতি পদে জয়নাল আবেদীন নামে একজন প্রার্থী সংবাদ সম্মেলনের মাধ্যমে আজ তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

শুক্রবার বিকেলে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি (রেজি নম্বর খুলনা-১২৬৭) গত ৩১ মার্চ ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে কোনও এজেন্ডা বা সাধারণ সভার নোটিস দেওয়া হয়নি। ইফতার অনুষ্ঠানে যোগদানের পর জানতে পারি- কার্যনির্বাহী কমিটির নির্বাচন করা হবে। এই বিষয়টি কোনও সদস্যই জানতেন না। তাদের এই কাজে সদস্যরা প্রতিবাদ করেন এবং সাধারণ সভার জন্যে সংগঠনের গঠনতন্ত্রের ২৩ (খ) ধারা অনুযায়ী নোটিস করার বিধান থাকলেও তা করা হয়নি। এরপর তারা গত ১৪ এপ্রিল সরকারি ছুটির দিনে তড়িঘড়ি করে মনোনয়নপত্র বিক্রির দিন ধার্য্য করে। কিন্তু আমরা প্যানেল করতে চাইলে তারা মনোনয়নপত্র বিক্রি করেনি।

এই ঘটনায় সংক্ষুব্ধ ভোটার (নম্বর ৪০১) আল মামুন ও তিনি নিজে (জয়নাল আবেদীন) বিভাগীয় শ্রম দফতরের রেজিস্ট্যার্ড অব ট্রেড ইউনিয়ন্সের পরিচালক বরাবর নির্বাচন বন্ধ এবং নতুন করে সাধারণ সভার মাধ্যমে তফসিল ঘোষণা করে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।

এরপর গত ২৮ এপ্রিল আল মামুন বাদী হয়ে সংগঠনের নির্বাচন সংক্রান্তে গত ৩ এপ্রিলের প্রকাশিত নির্বাচনী তফসিল অবৈধ ঘোষণা দাবি করে বাদীদের অনুকূলে ডিক্রি চেয়ে আদালতে মামলা করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী ডিএন তাপস রায় জানান, ২ মে এক আদেশে বিজ্ঞ আদালত বলেন, বিবাদীপক্ষ যাতে গত ৩ এপ্রিলের নির্বাচনী তফসিল অনুযায়ী ৪ মে তারিখে ভোট গ্রহণ করতে না পারে, সেলক্ষ্যে বিবাদীপক্ষের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হলো। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বিবাদীগণকে উল্লিখিত কাজ থেকে বিরত থাকতে নিষেধ করা হলো।

যশোর সদর, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলায়  ৩৯ প্রার্থী মনোনয়ন পত্র জমা

আগামিকাল রোববার যশোরের তিন উপজেলা সদর, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার মনোনয়ন যাচাইবাছাইয়ের পর ওই দিনই বৈধ প্রার্থীদের চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষনা করা হবে জানান জেলা নির্বাচনি অফিসার আনিসুর রহমান। এর আগে ১ মে বুধ ও ২ মে বৃহস্পতিবার ৩৯ প্রার্থী নির্ধারিত দিনে নিজ নিজ উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দেয়। এর মধ্যে সদর উপজেলায় ১৫ প্রার্থী, অভয়নগর ৭ প্রার্থী ও বাঘারপাড়া ১৭ প্রার্থী মনোনয়ন পত্র জমা জমা দেয়।

সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক সম্পাদক শাহারুল ইসলাম, সদর উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক ফাতেমা আনোয়ার, যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু, ও শফিকুল ইসলাম জুয়েল।

ভাইসচেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান  সুলতান মাহমুদ বিপুল, জেলা যুবলীগের সহঅর্থ সম্পাদক কামাল খান পর্বত, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান খান শিপলু, মনিরুজ্জামান ও জাহিদুর রহমান। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোৎন্সা আরা মিলি, বাশিনুর নাহার ও শিল্পী খাতুন।

বাঘাপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন  এফ এম আশরাফুল কবির, আব্দুর রউফ, মাসুম রেজা, সেলিম রেজা, হাসান আলী ও রাজীব কুমার রায়। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন এনায়েত হোসেন লিটন, আসাদুজ্জামান, গোলাম ছরোয়ার, জয়নাল আাবেদীন, তাওহিদুর রহমান, নাজমুল হুসাইন ও শাহ জালাল।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়ন জমা দিয়েছেন, বিথীকা বিশ^াস, দিলারা জামান রেক্সনা খাতুন ও শামছুন্নাহার।

অভয়নগর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন রবিন অধিকারী, শেখ আবরারুল হক ও সরদার অলিয়ার রহমান। ভাইসচেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন জমা দিয়েছেন  আখতারুজ্জামান তারু। ভাইসচেয়ারম্যান (মহিলা) পদে মনোয়ন জমা দিয়েছেন ডাঃ সাফিয়া খানম, মিনারা পারভীন ও লায়লা খাতুন। আগামি ২৯ মে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাংবাদিক আইয়ুব হোসেনের পিতার ইন্তেকাল :প্রেসক্লাব যশোরের শোক

প্রেসক্লাব যশোরের সদস্য আইয়ুব হোসেনের পিতা  মোশাররফ হোসেন (৯৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রেসক্লাব যশোর।

প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একইসাথে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

যশোরে ইয়াবা সহ দুই বিক্রেতা আটক 

যশোর শহরের দুটি এলাকা থেকে অভিযান চালিয়ে  পুলিশ দুই ইয়াবা বিক্রেতাকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে সদর উপজেলার শেখহাটি গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে মোস্তাকিম মোল্লা ও যশোরের শার্শা উপজেলার উলাশী গ্রামের ইমান আলীর ছেলে আকাশ হোসেন। এ ব্যাপারে মাদক আইনে কোতয়ালি থানায় দু’টি মামলা হয়েছে।

পুলিশ জানায় গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে শহরের চৌরাস্তা মিনিস্টার শো’রুমের সামনে ইয়াবা বিক্রেতা ইয়াবা বেচাকেনার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা আকাশ হোসেন পালানোর চেষ্টা করে এ সময় তাকে আটক করে ২১পিস ইয়াবা উদ্ধার করে।  একইদিন বিকেল শহরের বড় বাজারস্থ চুড়ি পট্টি হাজী আব্দুল করিম রোড বাইলেন মেসার্স শহিদুল ট্রেডার্স এর সামনে কতিপয় মাদক বিক্রেতা ইয়াবা বেচাকেনার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ইয়াবা বিক্রেতা যুবক মোস্তাকিম মোল্লা পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তার কাছ থেকে ১৫পিস ইয়াবা উদ্ধার করে।#