শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

দুই ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিতের লক্ষ্য নিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ।

আজ মঙ্গলবার (৭ মে) প্রথমবারের মতো এই সিরিজে আগে ব্যাট করবে টাইগাররা। জিম্বাবুয়ে অধিনায়ক টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান ও পেসার শরীফুল ইসলামের জায়গায় খেলবেন পেসার তানজিম হাসান এবং বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।

প্রথম দুই ম্যাচে সহজেই জিম্বাবুয়েকে যথাক্রমে ৮ এবং ৬ উইকেটে হারিয়ে সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা।

সহজ জয় পেলেও অবশ্য বাংলাদেশ ব্যাটারদের ফর্ম নিয়ে উদ্বেগ আছে। বোলিং লাইনআপের দাপুটে পারফরম্যান্সে খুব বেশি পরিবর্তন চাইবেন না কেউই।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশের সময় : ০৩:৫৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪

দুই ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিতের লক্ষ্য নিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ।

আজ মঙ্গলবার (৭ মে) প্রথমবারের মতো এই সিরিজে আগে ব্যাট করবে টাইগাররা। জিম্বাবুয়ে অধিনায়ক টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান ও পেসার শরীফুল ইসলামের জায়গায় খেলবেন পেসার তানজিম হাসান এবং বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।

প্রথম দুই ম্যাচে সহজেই জিম্বাবুয়েকে যথাক্রমে ৮ এবং ৬ উইকেটে হারিয়ে সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা।

সহজ জয় পেলেও অবশ্য বাংলাদেশ ব্যাটারদের ফর্ম নিয়ে উদ্বেগ আছে। বোলিং লাইনআপের দাপুটে পারফরম্যান্সে খুব বেশি পরিবর্তন চাইবেন না কেউই।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।