
ময়মনসিংহের ভালুকায় একটি কোম্পানির সিলমোহর লাগানো (৪০০ বস্তা) ২০ মেট্রিক টন ভারতীয় চিনি ও একটি কাভার্ডভ্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার সকালে ভালুকা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এআর ফিলিং স্টেশনের এসব চিনি জব্দ করা হয়।
পুলিশ বাদী হয়ে মডেল থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করেছে।
থানা সূত্রে জানা যায়, চোরাই পথে আনা ৪০০ বস্তা ভারতীয় চিনি (মূল্য ২৮ লাখ টাকা) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থেকে নিয়ে একটি কাভার্ডভ্যান গাজীপুরের মাওনা নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ৪০০ বস্তা চিনি, কাভার্ডভ্যানসহ চালক ও হেলপারকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মালিখালি গ্রামের মনির হোসেনের ছেলে কাভার্ডভ্যানের চালক আবিদ হোসেন (২৩) ও তার সহযোগী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখি গ্রামের নিয়ামত আলীর ছেলে হেলপার আল আমীন (২৩)। ওই সময় নাঈম নামে অপর এক যুবক পালিয়ে যায়।
ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকিন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ ও দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ সময় একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক 





































