
নাটোরের হাজরা নাটোর গ্রামে ডোবায় গোসল করতে নেমে পানিতে ডুবে রাব্বি হোসেন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে শহরের হাজরা নাটোর গ্রামে এ ঘটনা ঘটে। রাব্বি হোসেন ওই এলাকার আবুল হোসেনের ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান স্থানীয়রাদের বরাত দিয়ে ওসি জানান, শিশু রাব্বির বাবা ও মা দুজনই ঢাকায় চাকরি করে। এ জন্য রাব্বি তার নানার বাড়িতে থাকত। সকালে রাব্বি তাদের বাড়ির পেছনের ডোবার পানিতে গোসল করতে যায়। গোসল করার কোনো এক সময় রাব্বি হোসেন পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা চলাচলের সময় ডোবার পানিতে নামে শিশুটিকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে রয়েছে।
নাটোর প্রতিনিধি 
























