মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তাসকিনের আশা ভবিষ্যতে আইপিএল খেলার

সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। লিগটির চলতি আসরে খেলতে পারতেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় নিলামের আগেই নিজের নাম সরিয়ে নেন তিনি। এবার খেলতে না পারলেও ভবিষ্যতে আইপিএলসহ আরও অনেক লিগে খেলার আশা করছেন ডানহাতি এ পেসার।

জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপ খেলতে উড়াল দেওয়ার আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে নিয়েছে টাইগাররা। ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

আজ বৃহস্পতিবার (৯ মে) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাজির হন টাইগার স্পিডস্টার তাসকিন। সেখানে আইপিএল না খেলার বিষয়ে কথা বলেছেন তিনি, ‘যে জিনিসটা চলে গেছে, সেটা তো আর নিয়ন্ত্রণে নেই। ইনশাল্লাহ সামনে খেলব। শুধু আইপিএল না, আরও অনেক লিগ আছে।’

এবারের আইপিএলে তাসকিনের দল পাওয়া অনেকটাই নিশ্চিতই ছিল। কিন্তু বিশ্বকাপ ভাবনায় বিসিবি তাকে খেলার অনুমতি দেয়নি। এমনকি নিলামের পরেও আইপিএলের দুটি ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস তাসকিনের সঙ্গে যোগাযোগ করেছিল।

তবে আইপিএল না খেলতে পেরে আফসোস নেই কোনো তাসকিনের, ‘ফাস্ট বোলার যাদের দেখছেন সবারই কোনো না কোনো ইনজুরি ম্যানেজ করতে হচ্ছে। হয়তো আমার বডি টাইপ বা বোলিং ডিফারেন্ট এজন্য এবার যেতে পারিনি। আমার তো টেস্টও খেলার কথা ছিল। কাঁধের ইনজুরির জন্য বিরতিতে যাই। ভবিষ্যতে খেলব (আইপিএল) ইনশাল্লাহ, কোনো আফসোস নেই।’

জনপ্রিয়

সিরাজগঞ্জ সিজেডএমের উদ্যোগে ৬০০ হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের কৈজুরি পাথালিয়াপাড়া এলাকায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর জীবিকা উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ৬০০ হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈজুরি বাজার জামে মসজিদের ইমাম ও কৈজুরি মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন একই মাদ্রাসার শিক্ষক আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেডএমের জীবিকা উন্নয়ন কেন্দ্র, শাহজাদপুর উপজেলা শাখার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. ইসমাইল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন একাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার হাফিজুর রহমান, ফিল্ড অফিসার মো. শহিদুল ইসলামসহ জীবিকা উন্নয়ন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র পেয়ে উপকারভোগী নারী ও পুরুষরা সন্তোষ প্রকাশ করেন এবং শীত মৌসুমে এ সহায়তাকে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

তাসকিনের আশা ভবিষ্যতে আইপিএল খেলার

প্রকাশের সময় : ০৬:২৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। লিগটির চলতি আসরে খেলতে পারতেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় নিলামের আগেই নিজের নাম সরিয়ে নেন তিনি। এবার খেলতে না পারলেও ভবিষ্যতে আইপিএলসহ আরও অনেক লিগে খেলার আশা করছেন ডানহাতি এ পেসার।

জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপ খেলতে উড়াল দেওয়ার আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে নিয়েছে টাইগাররা। ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

আজ বৃহস্পতিবার (৯ মে) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাজির হন টাইগার স্পিডস্টার তাসকিন। সেখানে আইপিএল না খেলার বিষয়ে কথা বলেছেন তিনি, ‘যে জিনিসটা চলে গেছে, সেটা তো আর নিয়ন্ত্রণে নেই। ইনশাল্লাহ সামনে খেলব। শুধু আইপিএল না, আরও অনেক লিগ আছে।’

এবারের আইপিএলে তাসকিনের দল পাওয়া অনেকটাই নিশ্চিতই ছিল। কিন্তু বিশ্বকাপ ভাবনায় বিসিবি তাকে খেলার অনুমতি দেয়নি। এমনকি নিলামের পরেও আইপিএলের দুটি ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস তাসকিনের সঙ্গে যোগাযোগ করেছিল।

তবে আইপিএল না খেলতে পেরে আফসোস নেই কোনো তাসকিনের, ‘ফাস্ট বোলার যাদের দেখছেন সবারই কোনো না কোনো ইনজুরি ম্যানেজ করতে হচ্ছে। হয়তো আমার বডি টাইপ বা বোলিং ডিফারেন্ট এজন্য এবার যেতে পারিনি। আমার তো টেস্টও খেলার কথা ছিল। কাঁধের ইনজুরির জন্য বিরতিতে যাই। ভবিষ্যতে খেলব (আইপিএল) ইনশাল্লাহ, কোনো আফসোস নেই।’