
ময়মনসিংহের নান্দাইলে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনের মাধ্যমে ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভুইয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজিম উল্লাহ। তারা সবাই উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন
ভাইস চেয়ারম্যান পদে মোঃ শফিউল আলম, মোহাম্মদ সারওয়ার হাসান, মোঃ ওয়াহিদুল ইসলাম, শাহ আলম হেলিম মাহিন, মোহাম্মদ সাইফুর রহমান খান ও মোদাব্বির হাসান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাবিবুন ফাতেমা, তাছলিমা বেগম, স্বর্ণা আক্তার এবং মনোয়ারা জুয়েল।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ই মে মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৯শে মে প্রার্থিতা প্রত্যাহার, ২০শে মে প্রার্থিদের মধ্যে প্রতীক বরাদ্দ এবং ৫ই জূন ভোট গ্রহণ অনুষ্ঠিত হইবে।
সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল জানান, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয।
নান্দাইল উপজেলায় ১২৬ টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। মোট ভোটার সংখ্যা পুরুষ ১ লাখ ৮৬ হাজার ৯৬৭ জন ও মহিলা ১ লাখ ৭৫ হাজার ৬১৭ জন ও হিজরা ভোটার ৭ জন।
তৌহিদুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার।। 







































