
গত ০৮/০৫/২০২৪ তারিখ রোজ বুধবার সারা দেশে ১ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচনটি একই দিনে অনুষ্ঠিত হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক হয়েছে বলে মন্তব্য করেছেন, উপজেলা প্রশাসন ও দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা। উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃসাইদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন।
নির্বাচনের পরিবেশ খুবই চমৎকার ছিলো, ছিলো জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ১০১ টি কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে পুলিশ, বিজিবির পাশাপাশি আনসার ও ভিডিপির ১৪৫৫ জন সদস্য দক্ষতার সাথে দায়িত্ব পালন করে। বার্তা কন্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে সিংগাইর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব পল্লবী সুলতানা বলেন, ভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ঐ অংশগ্রহণমূলক হয়েছে। সরকারের নির্দেশ অনুযায়ী আমি ও আমার বাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে একটি চমৎকার পরিবেশ ভোটারদের জন্য তৈরি করে দিতে পেরেছি।
সিংগাইর প্রতিনিধি 






































