শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

ছবি-সংগৃহীত

নাটোরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ রায়হান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ মে) দুপুর ১২টার দিকে শহরের কান্দিভিটা বটতলা এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াদ রায়হান শহরের রামাইগাছী এলাকার শরীফ আহমেদের ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নাটোর শহর থেকে রাজশাহীগামী একটি ট্রাক কান্দিভিটা বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে মোটরসাইকেল চালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে পুলিশ ট্রাকটি আটক করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

জনপ্রিয়

রাণীশংকৈলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধর, থানায় মামলা 

ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

প্রকাশের সময় : ০৪:৫০:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

নাটোরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ রায়হান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ মে) দুপুর ১২টার দিকে শহরের কান্দিভিটা বটতলা এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াদ রায়হান শহরের রামাইগাছী এলাকার শরীফ আহমেদের ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নাটোর শহর থেকে রাজশাহীগামী একটি ট্রাক কান্দিভিটা বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে মোটরসাইকেল চালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে পুলিশ ট্রাকটি আটক করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।