
ব্রাহ্মণবাড়িয়ায় একইসঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মা ও মেয়ে। পাশ করা দুজন হলেন নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুন্নাহার বেগম ও তার মেয়ে নাসরিন আক্তার। তবে ফলাফলে মেয়ের চেয়ে এগিয়ে রয়েছেন ইউপি সদস্য মা।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের বাসিন্দা নুরুন্নাহার ও নাসরিন। রোববার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে মেয়ে নাসরিন চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে জিপিএ–২.৬৭ পেয়েছেন। নুরুন্নাহার একই বিদ্যালয়ের কারিগরি (ভোকেশনাল) শাখা থেকে জিপিএ–৪.৫৪ পেয়েছেন।
নুরুন্নাহার (৪৪) চাতলপাড় ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত সদস্য। তিনি কাঁঠালকান্দি গ্রামের মো. ফরিদ মিয়ার মেয়ে। তার স্বামী মো. দুলাল মিয়া ইটভাটার ব্যবসা করেন। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে। বড় সন্তান আরিফুল ইসলাম (২২) ঢাকার একটি বেসরকারি পলিটেকনিক থেকে চার বছরের কোর্স সম্পন্ন করেছেন।
নিজস্ব প্রতিবেদক 







































