
মানিকগঞ্জে এসএসসির ফলাফল মনমতো না হওয়ায় মায়ের সাথে অভিমান করে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছেন জান্নাতি (১৭) নামের এক শিক্ষার্থী।
আজ সোমবার (১৩ মে) রাত ৩টার দিকে সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের গোলাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতি ওই গ্রামের মো. জিন্দার আলীর মেয়ে। জান্নাতি আত্মহত্যা করলেও ঘরের দরজা খোলা ছিল বলে জানান তার বাবা জিন্দার আলী।
জানা গেছে, গত রবিবার এসএসসির ফলাফল প্রকাশিত হয়। কাঙ্খিত ফলাফল না পাওয়ায় জান্নাতির মা বকাঝকা করে। এতে মায়ের সাথে অভিমান করে বারান্দার রুমে চালের বাটামে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন জান্নাতি।
জান্নাতির বাবা জিন্দার আলী জানান, রবিবার এসএসসির ফলাফল প্রকাশিত হবে এজন্য সকালে ৫০০ টাকা চায় জান্নাতি। সে টাকাও দিয়েছি মেয়েকে। রবিবার রাতের খাবার খেয়ে ঘুমাতে যায় জান্নাতি। রাত ৩টার দিকে আমার স্ত্রী বাইরে বের হলে জান্নাতির রুমে আলো জ্বলতে দেখে এগিয়ে যায়। এরপর ঘরের দরজা ধাক্কা দিতেই দেখে ঝুলে আছে জান্নাতি।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, শিক্ষার্থী নিহতের ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
মানিকগঞ্জ প্রতিনিধি 







































