
দুই ভাইয়ের পৃথিবীতে আসা এক সাথে, বেড়ে ওঠাও এক সাথে। খেলাধুলাও এক সাথে। স্কুলে যাওয়া আসাও হয় এক সাথেই। একই বিদ্যালয়ে পড়াশোনা এবং এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তারা রেজাল্টও করেছে একই।
ঘটনা ঘটেছে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিলন্দা গ্রামে।
জানা যায়, ফিরোজ শেখ ও মনিরা বেগমের জমজ পুত্র ওসামা ও ওমামা। জন্ম ২০০৬ সালের ২২ ডিসেম্বর। এ বছর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২২- ২০২৩ সেশনে সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় দুই ভাই। এদের মধ্যে ওসামা রোল নাম্বার ১৬৪৯৩২ এবং ওমামার রোল নাম্বার ১৬৪৯০৮ । পরীক্ষার রোল পাশাপাশি না হওয়ায়, সিটও পড়ে দুই রুমে। কিন্তু সিট দুই রুমে পড়লেও এবার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর রেখা যায় উভয়েই ৪.৩৬ পয়েন্ট নিয়ে উত্তীর্ণ হয়েছে।
এ বিষয়ে ওসামা জানায়, আমরা দুই ভাই দুই রুমে পরীক্ষায় অংশ নেই। এরকম রেজাল্ট আমাদের স্কুল জীবনে অনেক হয়েছে।
এ বিষয়ে ওসামা ওমামার পিতা ফিরোজ শেখ জানান, বেড়ে ওঠাও এক সাথে। খেলাধুলাও এক সাথে। স্কুলে যাওয়া আসাও হয় এক সাথেই। একই বিদ্যালয়ে পড়াশোনা, খাওয়া দাওয়া হয় এক সাথেই। ওরা দু’জন এখন একসঙ্গেই সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির পরিকল্পনা করছে। আপনারা ওদের জন্য দোয়া করবেন।
নিজস্ব প্রতিবেদক 






























