
রাজবাড়ীতে সদর উপজেলা পরিষদের নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়াতনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা সদর উপজেলা নির্বাচন অফিস ও নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মোছা. মারশেদা খাতুন প্রমুখ।
সদর উপজেলা নির্বাচনে ১৩০ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৭৮০জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ১ হাজার ৩০০জন পোলিং অফিসারকে দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়।
রাজবাড়ী প্রতিনিধি 







































