
আগামী ২১ মে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলিতে মোটরসাইকেলের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় নবাবপুর ৯ নং ওয়ার্ড আ.লীগের আয়োজনে বেরুলি চৌরাস্তা মোড় এলকায় এ পথসভা অনুষ্ঠিত হয়েছে।
নবাবপুর ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি হাসানুর রহমান কবির এর সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন, নবাবপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি আলতাফ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক মো আজিজ ইকবাল, নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো বাদশা আলমগীর, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা যুব মহিলালীগ নেতৃ রহিমা আক্তার সেতু প্রমুখ।
আলোচনায় বক্তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধনকে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য আহবান জানান।
রাজবাড়ী প্রতিনিধি 







































