
বগুড়ায় আলু সংরক্ষণের হিমাগারে অবৈধভাবে এক লাখ ডিম মজুতের অপরাধে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ মে) উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপ হাটে অভিযান চালিয়ে সাথী কোল্ডস্টোরেজের মালিককে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া সদরের সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী।
তিনি জানান, বিকেলে অভিযান চালিয়ে সাথী কোল্ডস্টোরেজে ডিমের অবৈধ মজুত পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আব্দুল করিমকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাৎক্ষণিকভাবে প্রায় ৪০ হাজার ডিম ব্যবসায়ীদের মাধ্যমে বাজারজাত করা হয়। বাকি ডিম দ্রুত বাজারজাত করতে প্রতিষ্ঠানটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 







































