
চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে সাঁতার শিখতে গিয়ে মহানন্দা নদীতে ডুবে রাইহান আলী শুভ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মে) দুপুর ২টার দিকে মহানন্দা সেতুর রাবারড্যাম এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রাইহান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরূপনগর মহল্লার জিকেন আলীর ছেলে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, রাইহান আলী শুভসহ ৫/৭ জন মহানন্দা নদীর রাবারড্যাম এলাকায় গোসল করতে যান। কিন্তু তিনি সাঁতার জানতেন না। সেজন্য কিনারে সাঁতার শিখছিলেন। এ সময় তিনি হঠাৎ করে তিনি নদী গর্ভে তলিয়ে যান। পরে স্থানীয়রা অনেক খোঁজুখুঁজির পর তার দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, গতকাল শুক্রবারও সে বন্ধুদের সঙ্গে একই স্থানে গোসল করতে গিয়েছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 







































