
ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ) সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিমের ফেরার অপেক্ষায় রয়েছে তার পরিবার। তবে তার সন্ধান চেয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন এমপির ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
তিনি বলেন, ‘তার বাবা নিয়মিত চিকিৎসার জন্য ভারতে যান, এবারও গেছেন এবং তিনি ফিরে আসবেন বলে তাদের আশা। কোথাও আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হয়নি।’
গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান বলে জানিয়েছে তার পরিবার।
ঝিনাইদহের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু আজিফ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ভারতে যাওয়ার পর এমপি নিখোঁজ হয়েছেন কি না তারা তা জানেন না। এটি অন্য দেশের ব্যাপার।’
পরিবারের পক্ষ থেকে মুখ না খুললেও তাদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে বলে সেখানকার স্থানীয় সাংবাদিকরা নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের মধ্যে সংসদ সদস্যকে নিয়ে উদ্বেগ দেখা গেছে। তবে মুখে তারা কিছু বলেননি।
এমপি আনোয়ারুল আজিম ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের সংসদ নির্বাচনে টানা তিনবারের এমপি। এর আগে তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। ঝিনাইদহের কালীগঞ্জ শহরের পাইলট স্কুল রোডে তার বাসা । তার দুই কন্যা এবং স্ত্রী রয়েছে।
ঝিনাইদহ প্রতিনিধি।। 







































