বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম এসএপিল ডিপুতে সিএন্ডএফ কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলা,চলছে কর্মবিরতি

চট্টগ্রাম নগরীর বেসরকারি কনটেইনার ডিপু এসএপিএল’এ সিএন্ডএফ কর্মচারীদের উপর হামলা ও বিভিন্ন হায়রানির প্রতিবাদে অনির্দিষ্ট কালের জন্য তিনটি ডিপুতে কর্মবিরতির চলছে সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের আহ্বানে। ফলে মঙ্গলবার (২১ মে)সকাল হতে এসএপিএল,ওসিএল ও ইম্পাহানি, ডিপোর আমদানি রপ্তানির কার্যক্রম সম্পুর্ন বন্ধ রয়েছে,কর্মবিরতির ব্যাপারে জানতে চাইলে সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়নের বন্দর বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন মামুন জানান,দীর্ঘ দিন যাবত এসএপিএল ডিপুতে সিএন্ডএফ কর্মচারীদের নানা রকম হয়রানীর প্রতিবাদে গত কাল রাত সাড়ে নয়টার সময় সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দদের সাথে ডিপো কর্তৃপক্ষের বৈঠক চলতে থাকলে হঠাৎ রাত আনুমানিক ১২টার সময় সিএন্ডএফ কর্মচারীদের উপর হামলা চালায় ডিপো কর্তৃপক্ষের লোকজন। হামলায় বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছে।বর্তমানে আহত অনেক সিএন্ডএফ কর্মচারী মেডিকেলে ভর্তি রয়েছে। তিনি বলেন,সন্ত্রাসীরা সিএন্ডএফ কর্মচারীদের কয়েকটা মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে এবং কয়েকটা মোটরসাইকেল ভাঙচুর সহ কর্মচারীদের টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে। এ ব্যাপারে থানায়ও অভিযোগ দেওয়া হয়েছে।চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু জানান, সিঅ্যান্ডেএফ কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে কর্মচারী ইউনিয়ন তিন ডিপোতে কর্মবিরতি পালন করছে। আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বার্তা হচ্ছে- যেহেতু ডিপোর রপ্তানি, বৈদেশিক মুদ্রা আহরণ, শিপমেন্ট ইত্যাদি স্পর্শকাতর বিষয় তাই আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধান করা উচিত।এদিকে, সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের পক্ষ হতে ঘোষনা করা হয় যে,বিষয়টি যথাযথ সম্মানজনক সুরাহা ও দায়ী ব্যাক্তিদে উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এসএপিএল,ওসিএল ও ইম্পাহানি, ডিপোর আমদানি রপ্তানির কার্যক্রম সম্পুর্ন বন্ধ থাকবে,এ রিপোর্ট পাঠানো পর্যন্ত উভয় পক্ষের সমঝোতা বৈঠক চলছিলো।

জনপ্রিয়

কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতার অভিযোগ 

চট্টগ্রাম এসএপিল ডিপুতে সিএন্ডএফ কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলা,চলছে কর্মবিরতি

প্রকাশের সময় : ১১:০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

চট্টগ্রাম নগরীর বেসরকারি কনটেইনার ডিপু এসএপিএল’এ সিএন্ডএফ কর্মচারীদের উপর হামলা ও বিভিন্ন হায়রানির প্রতিবাদে অনির্দিষ্ট কালের জন্য তিনটি ডিপুতে কর্মবিরতির চলছে সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের আহ্বানে। ফলে মঙ্গলবার (২১ মে)সকাল হতে এসএপিএল,ওসিএল ও ইম্পাহানি, ডিপোর আমদানি রপ্তানির কার্যক্রম সম্পুর্ন বন্ধ রয়েছে,কর্মবিরতির ব্যাপারে জানতে চাইলে সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়নের বন্দর বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন মামুন জানান,দীর্ঘ দিন যাবত এসএপিএল ডিপুতে সিএন্ডএফ কর্মচারীদের নানা রকম হয়রানীর প্রতিবাদে গত কাল রাত সাড়ে নয়টার সময় সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দদের সাথে ডিপো কর্তৃপক্ষের বৈঠক চলতে থাকলে হঠাৎ রাত আনুমানিক ১২টার সময় সিএন্ডএফ কর্মচারীদের উপর হামলা চালায় ডিপো কর্তৃপক্ষের লোকজন। হামলায় বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছে।বর্তমানে আহত অনেক সিএন্ডএফ কর্মচারী মেডিকেলে ভর্তি রয়েছে। তিনি বলেন,সন্ত্রাসীরা সিএন্ডএফ কর্মচারীদের কয়েকটা মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে এবং কয়েকটা মোটরসাইকেল ভাঙচুর সহ কর্মচারীদের টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে। এ ব্যাপারে থানায়ও অভিযোগ দেওয়া হয়েছে।চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু জানান, সিঅ্যান্ডেএফ কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে কর্মচারী ইউনিয়ন তিন ডিপোতে কর্মবিরতি পালন করছে। আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বার্তা হচ্ছে- যেহেতু ডিপোর রপ্তানি, বৈদেশিক মুদ্রা আহরণ, শিপমেন্ট ইত্যাদি স্পর্শকাতর বিষয় তাই আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধান করা উচিত।এদিকে, সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের পক্ষ হতে ঘোষনা করা হয় যে,বিষয়টি যথাযথ সম্মানজনক সুরাহা ও দায়ী ব্যাক্তিদে উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এসএপিএল,ওসিএল ও ইম্পাহানি, ডিপোর আমদানি রপ্তানির কার্যক্রম সম্পুর্ন বন্ধ থাকবে,এ রিপোর্ট পাঠানো পর্যন্ত উভয় পক্ষের সমঝোতা বৈঠক চলছিলো।