
সাতক্ষীরা সদর উপজেলায় হাত-পা-মুখ বাঁধা অবস্থায় সাইদুল ইসলাম (১০) নামের এক হাফেজিয়া মাদরাসাছাত্রকে উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার রামেরডাঙ্গা গ্রাম থেকে তাকে উদ্ধার করে গ্রামবাসীরা ।
সাইদুল ইসলাম সদর উপজেলার ৫০০ গ্রামের মজিদুর রহমানের ছেলে।
সদর উপজেলার বাশদা ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার মফিজুল ইসলাম জানান, সাতক্ষীরা সদর উপজেলার পাঁচরখি গ্রামের মশিদুর রহমানের ছেলে সাইদুল ইসলাম কলারোয়া উপজেলার বাকসা গ্রামের হাফিজিয়া মাদরাসায় পড়াশোনা করেন। মাগরিবের আজানের পরে মোটরসাইকেলে দুই অপহরণকারী তাকে তুলে হাত-পা-মুখ বেঁধে নিয়ে যায়। পরবর্তীতে উপজেলার রামেরডাঙ্গা গ্রামে শিশুটি ফেলে রেখে যায়। গ্রামবাসীরা উদ্ধার করে তার মুখ খুলে দিলে বিস্তারিত বর্ণনা দেয় শিশুটি।
চেয়ারম্যান মফিজুল ইসলাম জানান, যে দুর্বৃত্তরা মাদরাসার পাশে আগে থেকে অপেক্ষায় ছিল। শিশুটি বাইরে আসার পারই তাকে মোটরসাইকেলে নিয়ে আসে। সামনে মানুষজন থাকায় শিশুটিকে রামেরডাঙ্গা এলাকায় ফেলে দিয়ে যায়।
সাতক্ষীরা ব্যুরো 






























