
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাশ সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার চা কন্যা ভাস্কর্যের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আল আমিন মিয়া এবং মো. সুমন মিয়া। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার উরপাড়া গ্রামে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে সিএনজি অটোরিকশা একটি বড় মাদকের চালান শ্রীমঙ্গল আসছে। গোপন সূত্রে পাওয়া এই তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল-হবিগঞ্জ রোডের চা কন্যা ভাস্কর্যের সামনে একটি সিএনজি অটোরিকশা থেকে দুই জনকে আটক করা হয়। পরে সিএনজি তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে স্কচটেপ দিয়ে পেঁচানো দুটি বান্ডেল থেকে মোট ৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি এবং পলাতক একজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(খ)/ ৩৮/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
মৌলভীবাজার প্রতিনিধি 






































