
গতকাল শুক্রবার (২৪ মে) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে গৃহীত কামরাঙ্গীরচরে ৫৫ ৫৬ ও ৫৭ নং ওয়ার্ড এলাকায় কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল সি বি ডি ও আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আইসিসি প্রকল্প ও ১০৪ ফুট রাস্তা প্রশস্ত করনের প্রকল্পের প্রতিবাদে স্থানীয় জন্মভূমি রক্ষা কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়
সমাবেশে কামরাঙ্গীরচর এলাকার ৫৫, ৫৬, ও ৫৭ নং ওয়ার্ড এলাকাবাসী তাদের বাপ-দাদার বসতভিটা রক্ষায় এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন। দুপুর থেকে হাজার হাজার এলাকাবাসী ব্যানার ফেস্টুন নিয়ে প্রতিবাদ মিছিল করে হাসপাতাল মাঠে প্রতিবাদ সমাবেশে যোগ দেন । এতে সভাপতিত্ব করেন কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগ সভাপতি হাজী আবুল হোসেন সরকার ।
বক্তব্য রাখেন ৫৬ নম্বর ওয়ার্ড কমিশনার মোঃ হোসেন, ৫৫ নং ওয়ার্ড ওয়ার্ড কমিশনার মোঃ নূরে আলম চৌধুরী, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান মাদবর সহ এলাকার বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান পরিচালনা করেন কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক হাজী ফারুক হোসেন।
সমাবেশে বক্তারা অবিলম্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রকল্প বাতিল করে এই এলাকার সাধারণ গ্রামবাসীকে উচ্ছেদের হাত থেকে রক্ষার দাবি করেন । তা না হলে এলাকাবাসী তাদের বাপ-দাদার বসত ভিটা রক্ষায় বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে ।
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো 







































