
রাশিয়ার বাজারে বাংলাদেশি রফতানি পণ্যের বিপুল সম্ভাবনা রয়েছে। তৈরি পোশাক ছাড়াও ওষুধসহ অন্যান্য খাতে বাংলাদেশের ব্যবসায়ীরা রাশিয়ার ক্রমবর্ধমান বাজারের সুযোগ নিতে পারেন বলে দাবি করে বাংলাদেশ সফররত রাশিয়ার বাণিজ্য প্রতিনিধিদল।
সোমবার (২৭ মে) দুপুরে রাজধানীর গুলশানে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) কার্যালয়ে আয়োজিত ‘রাউন্ড টেবিল অন ডেভেলপমেন্ট অব ট্রেড অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন বাংলাদেশ রাশিয়া’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন সফররত প্রতিনিধিদলটির নেতারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মনতিৎস্কি।
প্রতিনিধিদলের সদস্য রাশিয়ার ট্রেড কমিশনার আলেকজান্ডার রিবাস বলেন, রাশিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে দুদেশের মধ্যে সরাসরি বাণিজ্য কার্যক্রম প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে।
বাংলাদেশের সঙ্গে রাশিয়ার অর্ধশত বছরের বাণিজ্যিক সম্পর্কের ইতিহাস উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা লাভের পরপরই ১৯৭২ সালে বাংলাদেশের সঙ্গে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছিল। বাংলাদেশে সারসহ কৃষি যন্ত্রপাতি এবং অন্যান্য কৃষিপণ্য রফতানি করে রাশিয়া। আবার বাংলাদেশ থেকে রাশিয়া তৈরি পোশাক আমদানি করে। পাশাপাশি রাশিয়ায় বাংলাদেশি প্রবাসী কর্মীদের কর্মসংস্থান হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
দুদেশের মধ্যে ব্যাংকিং, তথ্য-প্রযুক্তি, রাসায়নিক পণ্য, কৃষিসহ অন্যান্য খাতে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে উল্লেখ করে আলেকজান্ডার রিবাস বলেন, দুদেশের মধ্যে বিজনেস টু বিজনেস (বিটুবি) পদ্ধতিতে বাণিজ্য শুরু হলে দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে।
রাশিয়ান এক্সপোর্ট সেন্টারের প্রতিনিধি তিমুর ভেকিলোভ বলেন, রাশিয়া ও বাংলাদেশের মধ্যে কৃষিসহ মেশিনারিজ, যন্ত্রপাতিসহ অন্যান্য খাতে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে। রাশিয়া বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ উল্লেখ করে এর সুযোগ নেয়ার জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালী, ভাইস প্রেসিডেন্ট শমী কায়সার। এ ছাড়া দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারাসহ এফবিসিসিআইয়ের নেতারা উপস্থিত ছিলেন গোলটেবিল বৈঠকে।
বার্তাকণ্ঠ ডেস্ক।। 






































