
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলায় ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরমধ্যে বেলা ১২টা পর্যন্ত ৪ ঘণ্টায় ২০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছন উক্ত নির্বাচনের উপজেলা কন্ট্রোল রুমের দ্বায়িত্বে থাকা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিল্লাল হোসেন।
অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে আছে।
তিনি আরও জানান, ১৪ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ৪ প্লাটুন বিজিবি,০৪ সেকশন আনসার ব্যাটালিয়ন, র্যাব এর ০২ টি টীম, পুলিশের ৩৩ টি মোবাইল ও ০৩ টি স্ট্রাইকিং টীম সার্বক্ষণিক নির্বাচনী দায়িত্ব পালন করছে। তাছাড়াও সংক্ষিপ্ত বিচারের জন্য বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন।
উল্লেখ্য, শাহজাদপুর উপজেলা নির্বাচনে ১ পৌরসভা ও ১৩ টি ইউনিয়নে ৪,৬৩,১০০ জন ভোটার ১৬০ টি কেন্দ্রে ১৪০১ টি বুথে ভোট প্রদান করবে।
সিরাজগঞ্জ প্রতিনিধি 







































