বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চকরিয়ায় হাতির আক্রমণে দিনমজুরের মৃত্যু

ছবি- সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে নুরু ছালাম (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো দুজন। হাতি আক্রমণের সময় ভেঙে দেয় নিহতের ঝুপড়ি ঘরও৷

গতকাল মঙ্গলবার (২৮ মে) রাত ১২টার পর উপজেলার কাঁকড়া ইউনিয়নের ফুলেরছড়া গর্জনিয়া পাহাড়ে এ ঘটনা ঘটে। নুরু ছালাম (৫০) ওই এলাকার খুইল্ল্যা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

চকরিয়া উপজেলার কাকারা ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিকে সাহাব উদ্দিন বলেন, রাতে খাবার খেয়ে নুরু ছালাম পরিবারের অন্যদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। এক পর্যায়ে গহীন পাহাড় থেকে নেমে আসা ৫/৬টি বন্য হাতির দল তার বসত ঘরে তাণ্ডব চালায়। এতে ঝুপড়ি ঘরটি তছনছ হয়ে যায়। এসময় বন্য হাতির আক্রমণে নুরু ছালাম ঘটনাস্থলে মারা যান এবং দুজন আহত হন। পরে আহতদের উদ্ধার স্থানীয়রা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মৃত নুরু ছালামের মরদেহ বাড়িতে রয়েছে বলে জানান ওই ইউপি চেয়ারম্যান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

চকরিয়ায় হাতির আক্রমণে দিনমজুরের মৃত্যু

প্রকাশের সময় : ০৪:৩১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে নুরু ছালাম (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো দুজন। হাতি আক্রমণের সময় ভেঙে দেয় নিহতের ঝুপড়ি ঘরও৷

গতকাল মঙ্গলবার (২৮ মে) রাত ১২টার পর উপজেলার কাঁকড়া ইউনিয়নের ফুলেরছড়া গর্জনিয়া পাহাড়ে এ ঘটনা ঘটে। নুরু ছালাম (৫০) ওই এলাকার খুইল্ল্যা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

চকরিয়া উপজেলার কাকারা ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিকে সাহাব উদ্দিন বলেন, রাতে খাবার খেয়ে নুরু ছালাম পরিবারের অন্যদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। এক পর্যায়ে গহীন পাহাড় থেকে নেমে আসা ৫/৬টি বন্য হাতির দল তার বসত ঘরে তাণ্ডব চালায়। এতে ঝুপড়ি ঘরটি তছনছ হয়ে যায়। এসময় বন্য হাতির আক্রমণে নুরু ছালাম ঘটনাস্থলে মারা যান এবং দুজন আহত হন। পরে আহতদের উদ্ধার স্থানীয়রা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মৃত নুরু ছালামের মরদেহ বাড়িতে রয়েছে বলে জানান ওই ইউপি চেয়ারম্যান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।