
যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। তিনি পেয়েছেন ৫১ হাজার ৬৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহবায়ক রাজীব কুমার রায় পেয়েছেন ২০ হাজার ৭৭৯ ভোট।এছাড়া, দোয়াত কলম প্রতীক নিয়ে উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্লা পেয়েছেন
শার্শা থেকে নিখোঁজ বৃদ্ধ রেজানুরের লাশ নড়াইল থেকে উদ্ধার
যশোরের শার্শা থেকে নিখোঁজ হওয়া রেজানুর রহমান জালালের লাশ নড়াইল থেকে উদ্ধার হয়েছে। তিনি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন। বুধবার (২৯ মে) সকাল ১০ টার দিকে যশোর- নড়াইল সড়কের দুর্বাজুড়ি এলাকা থেকে মরদেহ উদ্ধার করে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশ। নিহত রেজানুর রহমান জালাল শার্শার শ্যামলাগাছি গ্রামের মৃত হারুন অর রশিদ ছেলে। পুলিশ জানায়, সকালে নড়াইল-যশোর সড়কের দুর্বাজুড়ি এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে তুলারামপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের জামার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে তার প্রাথমিক পরিচয় পাওয়া যায়। নিহতের ছেলে রুমেল ইসলাম জানান, আমার বাবা শারিরীক ভাবে বেশ কিছুদিন যাবত অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার ২৮ মে সকাল ১১ টার দিকে শার্শার শ্যামলাগাছী বাড়ি থেকে বের হন তার বাবা। এরপর তিনি রাতে আর ফেরেননি। ওই রাতেই তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও কোনো খোঁজ পায় না। সকালে বাবার লাশ নড়াইলের সড়কে পড়ে থাকার খবর পান বলে তিনি জানান।
তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন বলেন, ভোরের দিকে কোনো অজ্ঞাত গাড়ি ধাক্কায় রেজানুরের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
যশোরে তিনটি মামলার রায় একজনের যাবজ্জীবন ও দুইজনের পৃথক মেয়াদে সাজা
যশোরে পৃথক মামলার রায়ে মামলায় এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, আরেকজনেন ১০ বছরের সশ্রম কারাদন্ড ও চোরাচালান মামলায় আরও একজনের সাতবছরের সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে একটি আদালত। বুধবার পৃথক তিনটি মামলার রায়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি অতিরিক্ত পিপি শ্যামল কুমার মজুমদার।
আদালত ও মামলা সূত্রে যানা যায়, ২০১৭ সালের ১৩ অক্টোবর বিকেলে শার্শা থানা পুলিশের একটি টিম নাভারনের সাতক্ষীরা মোড়ে অবস্থানকালে খবর পায় সাতক্ষীরা রোডের আনসার ক্যাম্প ক্যান্টিনের সামনে এক যুবক মাদক নিয়ে বাসের জন্য অপেক্ষায় রয়েছেন। তাৎক্ষনিক পুলিশের সেই টিম সেখানে অভিযান চালিয়ে শার্শার বুরুজবাগান গ্রামের গোলাম মোস্তফার ছেলে আব্দুর রহিমকে আটক করে। পরে তার কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে এক কেজী হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় শার্শা থানার এসআই পলাশ কুমার রায় বাদী হয়ে মাদক দ্রব্য আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই বাবুল আক্তার আব্দুর রহিমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। রহিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তার উপস্থিতিতে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ডের আদেশ দেন।
অপর দিকে, মাদক মামলায় চৌগাছার বড়কাকুড়িয়া গ্রামের খাইরুল হকের ছেলে পলাতক জাহিদুল ইসলামের ১০বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে একই আদালত।
মামলা সূত্রে যানা যায়, ২০২০ সালের ১৩ জুলাই বিকালে চৌগাছা থানা পুলিশের কাছে খবর আসে রুস্তমপুর গ্রামে একজন মাদক বেচাকেনা করছে। তাৎক্ষনিক একটি টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে জাাহিদুলকে আটক করে। এসময় তার কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় মামলা করেন এসআই ফিরোজ ইকবাল। মামলাটি তদন্ত করে এসআই কওসার আলম আদালতে চার্জশিট জমা দেন। বুধবার রায় ঘোষনার দিনে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ডের আদেশ দেন।
এছাড়া, চোরচালানের আরেকটি মামলায় চৌগাছা উপজেলার হুদাপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে সাগরের সাত বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। মামলা সূত্রে যানা যায়, ২০২১ সালের ২৭ অক্টোবর চৌগাছার মশ্যমপুরে তল্লাশি অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় সাগরকে ভারত সীমান্ত দিয়ে আসতে দেখে বিজিবির সন্দেহ হয়। বিজিবি ধাওয়া দিলে সাগর মশ্যমপুর স্কুল মাঠে একটি পোটলা ফেলে পালিয়ে যায়। পরে ওই পোটলা থেকে ২৬৪ পিছ রুপার পায়েল ও ২০ পিছ রুপার বিছা মোট চারকেজী ভারতীয় রুপা উদ্ধার করা হয়। এ ঘটনায় সাগরের বিরুদ্ধে মামলা করেন হাবিলদার তেহোরুল ইসলাম। মামলাটি তদন্ত করে এসআই সৈয়দ এসআই সৈয়দ আশিকুর রহমান। বুধবার রায় ঘোষনার দিনে সাগরের উপস্থিতিতে তাকে সাত বছরের কারাদন্ডের আদেশ দেন।
যশোরে সিমেন্ট ব্যবসায়ীর সাথে প্রতারণা থানায় অভিযোগ
যশোরের এক সিমেন্ট ব্যবসায়ীর এক লাখ টাকার সিমেন্ট নিয়ে প্রতারণা করেছে একটি চক্র। ভালো সিমেন্টের নামে দিয়েছে খারাপ সিমেন্ট। শুধুই তাই প্রতিবাদ করায় নানা ধরণের হুমকি ধামকি দিয়ে সটকে পরেছে চক্রটি। বাধ্য হয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তোভুগি ব্যবসায়ী গরীব শাহ রোডের শরিফুল আলম স্বপন। অভিযুক্তরা হলেন, বাগেরহাটের মোংলার মেসার্স সুন্দর আলী ট্রান্সপোর্ট এজেন্সির মালিক মহসিন, ট্রাক ড্রাইভার বাবু ও ট্রাক মালিক হাসান আলী নামের এক যুবক।
অভিযোগে উল্লেখ করা হয়,শরিফুল আলম স্বপনের গরীবশাহ রোডে মেসার্স এস আলম ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান রয়েছে। তিনি লাফার্জ হোলসিম কোম্পানির অনুমদিত ডিলার। গত ২৬ মে তিনি ৮শ’ ব্যাগ সিমেন্টের জন্য কোম্পানিকে চারলাখ ১২ হাজার ২শ’৭৯ টাকা প্রদান করেন। বিনিময়ে কোম্পানি ওই সিমেন্ট নিয়ে অভিযুক্তদের মাধ্যমে গত ২৮ মে সকালে স্বপনের দোকানে ট্রাকে করে (চুয়াডাঙ্গা- ট-১১০৬৪৭) নিয়ে আসে বাবু। পরে সিমেন্ট নামিয়ে দেখেন ২শ’ বস্তা সিমেন্ট নষ্ট। যার দাম একলাখ ১০ হাজার টাকা। ওই সিমেন্ট একেবারেই ভেজা হওয়ায় অভিযুক্তদের সাথে যোগাযোগ করে স্বপন। ওই ২শ’ বস্তা সুপার ক্রিট সিমেন্টের ক্ষতি পূরণ চাইলে নানা ধরণের হুমকি ধামকি দেয়। এক পর্যায় ওই ২শ’ বস্তা সিমেন্ট নিয়েই চম্পট দেয় ট্রাকের ট্রাক নাম্বার-ড্রাইভার বাবু। পরে বিবাদীদের সাথে যোগাযোগ করলে তারা সিমেন্ট দেবেনা এবং টাকাও দেবেনা উল্টো ক্ষতি করার হুমকি দেয়। বাধ্য হয়ে স্বপন আইনের আশ্রয় নেন।
যশোর অফিস।। 







































