
অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা সরদার অলিয়ার রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে মোট ভোট পেয়েছেন ৫৪ হাজার ০৭১ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিন অধিকারী ব্যাচা আনারস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ২২১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডা. সাফিয়া খানম হাঁস প্রতীকে ৪২ হাজার ৯৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ডা. মিনারা পারভীন ফুটবল প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৩১৭ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী লায়লা খাতুন কলস প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৬৮১ ভোট।
অভয়নগর প্রতিনিধি।। 







































