
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ ও তাহেরহুদা ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জোড়াদহ ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়ার সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) সৌরভ কুন্ডু। এ বছর বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১কোটি ২১ লাখ ২৩ হাজার ৬১২ টাকা এবং ব্যয় ১কোটি ২১ লাখ ২৩ হাজার ৬১২ টাকা। একইদিন উপজেলার তাহেরহুদা ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর রাশেদ-এর সভাপতিত্বে ১কোটি ৫ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) সাইফুল্লাহ। এসময় ইউপি সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান তুষার, ঝিনাইদহ প্রতিনিধি 







































