মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শখের মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না হাসাবু‌লের

ছবি: সংগৃহীত

মোটরসাই‌কেল কি‌নে বা‌ড়ি ফেরা হ‌লো না হাসাবু‌লের। শ‌খের মোটরসাই‌কেলই কে‌ড়ে নিলো হাসাবুলের প্রাণ। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা মোটরসাই‌কেল হাট থে‌কে মোটরমাই‌কেল কি‌নে বা‌ড়ি ফেরার প‌থে সড়ক দুর্ঘটনায় হাসাবুল (২৮) মারা‌ যায়।

শুক্রবার (৩১ মে) বি‌কে‌লে জেলার দামুড়হুদা উপ‌জেলার উ‌জিরপুর নামকস্থা‌নে এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত হাসাবুল দামুড়হুদা উপ‌জেলার নাটুহদ ইউ‌নিয়‌নের খ‌লিশাগা‌ড়ি গ্রামের ইয়াকুব আলীর ছে‌লে। সে পেশায় ক‌রিমন চালক ছিল।

প্রত্যক্ষদ‌র্শী উজিরপুর গ্রা‌মের ইকরামুল হো‌সেন জানান, মোটরসাই‌কেল যো‌গে চুয়াডাঙ্গা থে‌কে দামুড়হুদার দি‌কে যাওয়ার সময় শুক্রবার বি‌কেল ৬টার দি‌কে হাসাবুল উ‌জিরপুর মাদ্রাসার স‌ন্নিক‌টে এক‌টি অ‌টো‌রিকসা ওভার‌টেক কর‌তে যায়।

এমন সময় মোটরসাই‌কে‌লের নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সে সড়‌কের উপর প‌ড়ে গুরুতর আহত হয়। এসময় পথচা‌রিরা তা‌কে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লে নি‌লে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

‌নিহত পিতা দিন মজুর ইয়াকুব আলী কান্না কর‌তে কর‌তে জানান, ছে‌লে হাসাবু‌লের অ‌নেক বছ‌রের শখ পালসার মোটরসাই‌কেল কেনার। আমরা খে‌টে খাওয়া মানুষ আমা‌দের‌তো আর নতুন মোটরসাই‌কেল কেনার সামর্থ নেই। তাই ছে‌লে তার দু বন্ধুকে নি‌য়ে আলমডাঙ্গা মোটরসাই‌কেল হা‌টে মোটরসাই‌কেল কিন‌তে যায়। পছন্দ মত  মোটরসাই‌কেল কি‌নে বা‌ড়ি ফেরার সময় শ‌খের মোটরসাই‌কেল আমার ছেলের জীবন কে‌ড়ে নিলো।

দামুড়হুদা ম‌ডেল থানার সে‌কেন্ড অফিসার এসআই আসাদ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, হাসাবুলের মর‌দেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ম‌র্গে রাখা আ‌ছে। প‌রিবা‌রের আ‌বেদ‌নের প্রে‌ক্ষি‌তে এ ব্যাপা‌রে থানায় এক‌টি অপমৃত্যু মামলাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চল‌ছে।

জনপ্রিয়

খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় বেনাপোলে বিএনপির উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল

শখের মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না হাসাবু‌লের

প্রকাশের সময় : ০৭:২০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪

মোটরসাই‌কেল কি‌নে বা‌ড়ি ফেরা হ‌লো না হাসাবু‌লের। শ‌খের মোটরসাই‌কেলই কে‌ড়ে নিলো হাসাবুলের প্রাণ। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা মোটরসাই‌কেল হাট থে‌কে মোটরমাই‌কেল কি‌নে বা‌ড়ি ফেরার প‌থে সড়ক দুর্ঘটনায় হাসাবুল (২৮) মারা‌ যায়।

শুক্রবার (৩১ মে) বি‌কে‌লে জেলার দামুড়হুদা উপ‌জেলার উ‌জিরপুর নামকস্থা‌নে এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত হাসাবুল দামুড়হুদা উপ‌জেলার নাটুহদ ইউ‌নিয়‌নের খ‌লিশাগা‌ড়ি গ্রামের ইয়াকুব আলীর ছে‌লে। সে পেশায় ক‌রিমন চালক ছিল।

প্রত্যক্ষদ‌র্শী উজিরপুর গ্রা‌মের ইকরামুল হো‌সেন জানান, মোটরসাই‌কেল যো‌গে চুয়াডাঙ্গা থে‌কে দামুড়হুদার দি‌কে যাওয়ার সময় শুক্রবার বি‌কেল ৬টার দি‌কে হাসাবুল উ‌জিরপুর মাদ্রাসার স‌ন্নিক‌টে এক‌টি অ‌টো‌রিকসা ওভার‌টেক কর‌তে যায়।

এমন সময় মোটরসাই‌কে‌লের নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সে সড়‌কের উপর প‌ড়ে গুরুতর আহত হয়। এসময় পথচা‌রিরা তা‌কে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লে নি‌লে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

‌নিহত পিতা দিন মজুর ইয়াকুব আলী কান্না কর‌তে কর‌তে জানান, ছে‌লে হাসাবু‌লের অ‌নেক বছ‌রের শখ পালসার মোটরসাই‌কেল কেনার। আমরা খে‌টে খাওয়া মানুষ আমা‌দের‌তো আর নতুন মোটরসাই‌কেল কেনার সামর্থ নেই। তাই ছে‌লে তার দু বন্ধুকে নি‌য়ে আলমডাঙ্গা মোটরসাই‌কেল হা‌টে মোটরসাই‌কেল কিন‌তে যায়। পছন্দ মত  মোটরসাই‌কেল কি‌নে বা‌ড়ি ফেরার সময় শ‌খের মোটরসাই‌কেল আমার ছেলের জীবন কে‌ড়ে নিলো।

দামুড়হুদা ম‌ডেল থানার সে‌কেন্ড অফিসার এসআই আসাদ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, হাসাবুলের মর‌দেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ম‌র্গে রাখা আ‌ছে। প‌রিবা‌রের আ‌বেদ‌নের প্রে‌ক্ষি‌তে এ ব্যাপা‌রে থানায় এক‌টি অপমৃত্যু মামলাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চল‌ছে।