শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে সড়কে একদিনে ঝরল ৩ প্রাণ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা তিনটি স্থানে পৃথক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। রোববার (২ জুন) সন্ধ্যায় কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজারে চলন্ত মোটরসাইকেলের উপর ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে মোটরসাইকেল আরোহীর উপর গাছ উপড়ে পড়ে। এতে মির্জাপুর গ্রামের মানিক মিয়ার পুত্র ব্যবসায়ী আব্দুল মতিন (৩৬) গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।
একই সময় সন্ধ্যায় কুলাউড়া-জুড়ি সড়কের আছুড়িঘাট নামক স্থানে কাভার্ড ভ্যান ও সিএনজি অটো রিকশার মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলে সিএনজি চালক মারা যান। এ ঘটনায় গুরুত্বর আহত হয়ে ৫ জন হাসপাতালে। নিহত সিএনজি অটোরিকশা চালকের পরিচয় এখনো পাওয়া যায়নি।
আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। অপরদিকে দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ভেলকুমা পুঞ্জিতে গাছ থেকে পান তুলতে গিয়ে পাঁ ফসকে নিচে পড়ে রেনু মিয়া (৫৮) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রেনু মিয়া ওই ইউনিয়নের টাট্টিউলি গ্রামের বাসিন্দা। বিষয়টি সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদির।
এ ব্যাপারে কুলাউড়া থানার (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ প্রতিবেদককে জানান, লাশের পরিচয় শনাক্তের কাজ চলছে। কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান।
জনপ্রিয়

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, মির্জা ফখরুলের যে বার্তা

মৌলভীবাজারে সড়কে একদিনে ঝরল ৩ প্রাণ

প্রকাশের সময় : ১১:১৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা তিনটি স্থানে পৃথক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। রোববার (২ জুন) সন্ধ্যায় কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজারে চলন্ত মোটরসাইকেলের উপর ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে মোটরসাইকেল আরোহীর উপর গাছ উপড়ে পড়ে। এতে মির্জাপুর গ্রামের মানিক মিয়ার পুত্র ব্যবসায়ী আব্দুল মতিন (৩৬) গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।
একই সময় সন্ধ্যায় কুলাউড়া-জুড়ি সড়কের আছুড়িঘাট নামক স্থানে কাভার্ড ভ্যান ও সিএনজি অটো রিকশার মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলে সিএনজি চালক মারা যান। এ ঘটনায় গুরুত্বর আহত হয়ে ৫ জন হাসপাতালে। নিহত সিএনজি অটোরিকশা চালকের পরিচয় এখনো পাওয়া যায়নি।
আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। অপরদিকে দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ভেলকুমা পুঞ্জিতে গাছ থেকে পান তুলতে গিয়ে পাঁ ফসকে নিচে পড়ে রেনু মিয়া (৫৮) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রেনু মিয়া ওই ইউনিয়নের টাট্টিউলি গ্রামের বাসিন্দা। বিষয়টি সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদির।
এ ব্যাপারে কুলাউড়া থানার (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ প্রতিবেদককে জানান, লাশের পরিচয় শনাক্তের কাজ চলছে। কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান।