
বাগেরহাটের শরণখোলায় ঘূর্ণিঝড় “রিমালের” তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে সাজেদা ফাউন্ডেশন।
৩১ মে হতে ৩ জুন পর্যন্ত সাউথখালী ইউনিয়নের চারশত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেয়া হয়।সহায়তার সামগ্রীর মধ্যে ছিল চাল, ১০ কেজি , ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি মুসুরির ডাল, এক লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ বিশুদ্ধ পানি ৫ লিটার।
ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণে উপস্থিত ছিলেন, সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমরান হোসেন রাজিব, শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রিয় গোপাল বিশ্বাস,স্থানীয় সোনাতলা ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হাওলাদার, রুপান্তরের প্রকল্প ব্যবস্থাপক আলমগীর হোসেন মিরু, আরো উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অপারেশন মোঃ আব্দুল মান্নান,ইনস্পেকশন মোঃ কামাল হোসেন ও সাজেদা ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মোঃ শামীম পারভেজ প্রমূখ।
প্রতিনিধি (শরণখোলা) বাগেরহাট 







































