সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোর সদর উপজেলা পরিষদের ভোট আগামীকাল

  • যশোর অফিস।।
  • প্রকাশের সময় : ১০:৪৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • ১৪৪

আগামীকাল সকাল ৮টায় শুরু হবে যশোর সদর উপজেলা পরিষদের ভোট। চলবে একটানা বিকেল চারটা পর্যন্ত। সদর উপজেলার ১৫টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ডে এই ভোট যুদ্ধে কে জিতবেন, কে হারবেন সেটিই এখন ‘লাখ টাকার’ প্রশ্ন। ইতিমধ্যেই ৮জন চেয়ারম্যান, ৫জন ভাইস চেয়ারম্যান ও ৩জন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের জমজমাট প্রচার-প্রচারণা শেষ করেছেন সোমবার রাত ১২টায়। শেষ সময় পর্যন্ত প্রচারণা তুঙ্গে ছিলো সবার। তার মধ্যে তিনজন চেয়ারম্যান প্রার্থী প্রেসক্লাব যশোরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
নির্বাচনের বাকি আর মাত্র একদিন। সকল ধরনের প্রচার-প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেলেও এখনও ঘুম নেই যশোর সদর উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ১৬ প্রার্থীর। সেই সাথে ঘুমহীন তাদের হাজার হাজার কর্মী সমর্থক। চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী আনারস, মোহিত কুমার নাথ শালিক পাখি, আনোয়ার হোসেন বিপুল দোয়াত কলম, শাহারুল ইসলাম জোড়া ফুল, শফিকুল ইসলাম জুয়েল কাপ পিরিচ, ফাতেমা আনোয়ার ঘোড়া, তৌহিদ চাকলাদার ফন্টু মোটরসাইকেল ও আরিফুল ইসলাম হীরা হেলিকপ্টার প্রতীক নিয়ে এবারের ভোট যুদ্ধে অবতীর্ণ।
অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে সুলতান মাহমুদ বিপুল টিউবওয়েল, শেখ জাহিদুর রহমান লাবু বৈদ্যুতিক বাল্ব, শাহাজান কবির শিপলু চশমা, কামাল খান পর্বত তালা ও মনিরুজ্জামান উড়োজাহাজ প্রতীক নিয়ে ভোট করছেন। সেই সাথে ভোট যুদ্ধে নেমেছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা মিলি কলস, বাশিনুর নাহার ঝুমুর ফুটবল এবং শিল্পী খাতুন হাঁস প্রতীক নিয়ে। আর এই ১৬ প্রার্থীর সাথে রয়েছেন অজস্র কর্মী সমর্থক। ভোটের এই ছোটাছুটিতে দিন-রাত একাকার করে ফেলেছেন তারা। এখন একটাই প্রশ্ন এই ছুটাছুটির ফলাফল কী আসবে? বিজয়ের মালা পরবেন কে?
এবার বহুদিন পর ভোটের ইমেজ খুঁজে পেয়েছেন সাধারণ মানুষ। বাড়ি বাড়ি, এমনকি বাজার-ঘাটেও দল বেধে নারী কর্মীরা ভোটের লিফলেট বিতরণ করেছেন। ভোটের এই ‘কালচার’ বিগত বেশ কয়েকটি ভোটে চোখে পড়েনি বলে জানিয়েছেন কয়েকজন সাধারণ ভোটার। তবে এবারের ভোটের এই বিশেষ আমেজ ভিন্ন কারণে। এবারের ভোটে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কোনো দলীয় প্রার্থী দেয়নি। যে কারণে, বিএনপিসহ অন্য বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বয়কট করলেও নির্বাচনের ইমেজ ক্ষুন্ন হয়নি। বরং একই দল বা ঘরানার অসংখ্য প্রার্থী লড়াইয়ে অবতীর্ণ হয়ে জমজমাট করে তুলেছেন ভোটের পরিবেশ। যশোরে আওয়ামী লীগের দু’টি বলয়েই সীমাবদ্ধ নেই ভোট। এবারের ভোটে নতুন নতুন রাজনৈতিক বলয় তৈরি হয়েছে। আর এ কারণেই চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৮ জন। আর ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৮ জন। এই ১৬ প্রার্থীর মধ্যে বিজয়ীর হাসি হাসবেন মাত্র তিন জন। সে বিজয়ের মালা যার গলাতেই উঠুক না কেনো তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন যশোরের ৮ উপজেলারই মানুষ।
যশোরের মানুষ দেখতে চায়, আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগের এই লড়াইয়ে দু’টি বলয়ের কোনো একটির প্রার্থী জয়ী হবেন, নাকি উদ্ভব ঘটবে তৃতীয় ধারার?

জনপ্রিয়

যশোরে অগ্রণী ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

যশোর সদর উপজেলা পরিষদের ভোট আগামীকাল

প্রকাশের সময় : ১০:৪৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪

আগামীকাল সকাল ৮টায় শুরু হবে যশোর সদর উপজেলা পরিষদের ভোট। চলবে একটানা বিকেল চারটা পর্যন্ত। সদর উপজেলার ১৫টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ডে এই ভোট যুদ্ধে কে জিতবেন, কে হারবেন সেটিই এখন ‘লাখ টাকার’ প্রশ্ন। ইতিমধ্যেই ৮জন চেয়ারম্যান, ৫জন ভাইস চেয়ারম্যান ও ৩জন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের জমজমাট প্রচার-প্রচারণা শেষ করেছেন সোমবার রাত ১২টায়। শেষ সময় পর্যন্ত প্রচারণা তুঙ্গে ছিলো সবার। তার মধ্যে তিনজন চেয়ারম্যান প্রার্থী প্রেসক্লাব যশোরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
নির্বাচনের বাকি আর মাত্র একদিন। সকল ধরনের প্রচার-প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেলেও এখনও ঘুম নেই যশোর সদর উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ১৬ প্রার্থীর। সেই সাথে ঘুমহীন তাদের হাজার হাজার কর্মী সমর্থক। চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী আনারস, মোহিত কুমার নাথ শালিক পাখি, আনোয়ার হোসেন বিপুল দোয়াত কলম, শাহারুল ইসলাম জোড়া ফুল, শফিকুল ইসলাম জুয়েল কাপ পিরিচ, ফাতেমা আনোয়ার ঘোড়া, তৌহিদ চাকলাদার ফন্টু মোটরসাইকেল ও আরিফুল ইসলাম হীরা হেলিকপ্টার প্রতীক নিয়ে এবারের ভোট যুদ্ধে অবতীর্ণ।
অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে সুলতান মাহমুদ বিপুল টিউবওয়েল, শেখ জাহিদুর রহমান লাবু বৈদ্যুতিক বাল্ব, শাহাজান কবির শিপলু চশমা, কামাল খান পর্বত তালা ও মনিরুজ্জামান উড়োজাহাজ প্রতীক নিয়ে ভোট করছেন। সেই সাথে ভোট যুদ্ধে নেমেছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা মিলি কলস, বাশিনুর নাহার ঝুমুর ফুটবল এবং শিল্পী খাতুন হাঁস প্রতীক নিয়ে। আর এই ১৬ প্রার্থীর সাথে রয়েছেন অজস্র কর্মী সমর্থক। ভোটের এই ছোটাছুটিতে দিন-রাত একাকার করে ফেলেছেন তারা। এখন একটাই প্রশ্ন এই ছুটাছুটির ফলাফল কী আসবে? বিজয়ের মালা পরবেন কে?
এবার বহুদিন পর ভোটের ইমেজ খুঁজে পেয়েছেন সাধারণ মানুষ। বাড়ি বাড়ি, এমনকি বাজার-ঘাটেও দল বেধে নারী কর্মীরা ভোটের লিফলেট বিতরণ করেছেন। ভোটের এই ‘কালচার’ বিগত বেশ কয়েকটি ভোটে চোখে পড়েনি বলে জানিয়েছেন কয়েকজন সাধারণ ভোটার। তবে এবারের ভোটের এই বিশেষ আমেজ ভিন্ন কারণে। এবারের ভোটে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কোনো দলীয় প্রার্থী দেয়নি। যে কারণে, বিএনপিসহ অন্য বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বয়কট করলেও নির্বাচনের ইমেজ ক্ষুন্ন হয়নি। বরং একই দল বা ঘরানার অসংখ্য প্রার্থী লড়াইয়ে অবতীর্ণ হয়ে জমজমাট করে তুলেছেন ভোটের পরিবেশ। যশোরে আওয়ামী লীগের দু’টি বলয়েই সীমাবদ্ধ নেই ভোট। এবারের ভোটে নতুন নতুন রাজনৈতিক বলয় তৈরি হয়েছে। আর এ কারণেই চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৮ জন। আর ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৮ জন। এই ১৬ প্রার্থীর মধ্যে বিজয়ীর হাসি হাসবেন মাত্র তিন জন। সে বিজয়ের মালা যার গলাতেই উঠুক না কেনো তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন যশোরের ৮ উপজেলারই মানুষ।
যশোরের মানুষ দেখতে চায়, আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগের এই লড়াইয়ে দু’টি বলয়ের কোনো একটির প্রার্থী জয়ী হবেন, নাকি উদ্ভব ঘটবে তৃতীয় ধারার?