সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারের বিশ্ব পরিবেশ দিবস পালিত 

‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ জুন), সকাল সাড়ে ৯ টায় কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ সোলায়মান হায়দারের সভাপতিত্বে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের শহীদস্মরণী সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে শেষ হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম,

কক্সবাজার সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মহিউদ্দীন আলমগীর,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবুল হাসেম ,কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল হক,নেকম এর উপ-প্রকল্প  পরিচালক ড. শফিকুর রহমানকসহ কক্সবাজার জেলার পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিসি মুহাম্মদ শাহীন ইমরান বলেন, পরিবেশ বিপর্যয়ের কারণে তাপমাত্রা বৃদ্ধিতে হিট স্ট্রোকে মানুষের মৃত্যু হচ্ছে। আমাদের নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে যাতে পরিবেশ-প্রকৃতি ক্ষয়রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আগাতে হবে।

পরিবেশ প্রতিবেশের ক্ষয় বা ক্ষতি হচ্ছে এ কাজে জড়িতদের বিরুদ্ধে জেলা প্রশাসন, বন বিভাগ,  পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তর কঠোর হবে।

আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া ৫৮ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কার বিতরণ করা হয়।

জনপ্রিয়

যশোর নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিন আটক 

কক্সবাজারের বিশ্ব পরিবেশ দিবস পালিত 

প্রকাশের সময় : ০১:৪৩:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪

‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ জুন), সকাল সাড়ে ৯ টায় কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ সোলায়মান হায়দারের সভাপতিত্বে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের শহীদস্মরণী সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে শেষ হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম,

কক্সবাজার সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মহিউদ্দীন আলমগীর,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবুল হাসেম ,কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল হক,নেকম এর উপ-প্রকল্প  পরিচালক ড. শফিকুর রহমানকসহ কক্সবাজার জেলার পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিসি মুহাম্মদ শাহীন ইমরান বলেন, পরিবেশ বিপর্যয়ের কারণে তাপমাত্রা বৃদ্ধিতে হিট স্ট্রোকে মানুষের মৃত্যু হচ্ছে। আমাদের নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে যাতে পরিবেশ-প্রকৃতি ক্ষয়রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আগাতে হবে।

পরিবেশ প্রতিবেশের ক্ষয় বা ক্ষতি হচ্ছে এ কাজে জড়িতদের বিরুদ্ধে জেলা প্রশাসন, বন বিভাগ,  পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তর কঠোর হবে।

আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া ৫৮ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কার বিতরণ করা হয়।