
কক্সবাজারের চকরিয়ায় স্ত্রীর সাথে অভিমান করে স্বামী মোহাম্মদ শোয়াইব (২২) নামে একজন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মগঘোনা (জমিদার পাড়া) গ্রামে বুধবার ভোর ৪টার দিকে ঘটেছে এ ঘটনা। সে ওই এলাকার মোহাম্মদ কালুর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে পরিবারের সাথে মনোমালিন্য হলে পরিবার নিয়ে সরকারি আশ্রয় কেন্দ্রে চলে যায় মোহাম্মদ শোয়াইব। জমিদার পাড়া, মগঘোনা গ্রামের সরকারি একটি আশ্রয়কেন্দ্রে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন স্বামী-স্ত্রী দুজন। পারিবারিক কলহের জেরে স্ত্রীসহ পরিবারের সদস্যদের অগোচরে একটি কক্ষের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করে মোহাম্মদ শোয়াইব। পরিবারের সদস্যরা সকালে ঘুম থেকে ওঠে দেখতে পান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার দৃশ্য।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ প্রাথমিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। এবিষয়ে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিজস্ব প্রতিবেদক 







































