
ঢাকার কেরানীগঞ্জের কোনডা ইউনিয়নের স্ট্যান্ড বাজার থেকে বাক্তারচর এলাকার রাস্তার বিভিন্ন স্থানে ভেঙে খানাখন্দকে পরিণত হয়েছে। পিচ ঢালা এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে এ এলাকার গ্রামবাসী যাতায়াত করে থাকে। অনেক স্থানে রাস্তার অর্ধেক অংশ গভীর খাদে পরিণত হয়েছে। এলাকাবাসী ভাঙ্গা স্থানগুলোতে ইটের বেরিকেট দিয়ে ও লাঠি দিয়ে চিহ্নিত করে রেখেছে। এছাড়া রাস্তার বিভিন্ন স্থানে রাস্তার নিচ দিয়ে অপরিকল্পিতভাবে বাড়ি ঘরের লাইন নেওয়ার কারণেও রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
সরে জমিনে দেখা গেছে ঢাকার মাওয়া থেকে তেঘরিয়া হয়ে স্ট্যান্ড বাজার এলাকা । এখানে নির্মিত হয়েছে রেল স্টেশন । স্ট্যান্ড বাজার এলাকা থেকে এলজিইডি পিচ ঢালা সড়ক জাজিরার দিকে গিয়েছে । বাক্তারচর এলাকায় রয়েছে সরকারি আবাসন প্রকল্প । এই প্রকল্প এ যাওয়ার একটু আগে থেকেই সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে । দুর্ঘটনার আশঙ্কায় অনেকে স্থানে ইটা ও বাঁশ দিয়ে চিহ্নিত করে রেখেছে এলাকাবাসী । দেখা গেছে সরকারি এই সড়কটির বিভিন্ন স্থানে বাসা বাড়ির সুয়ারেজ লাইনের পাইপের সংযোগ দেওয়া হয়েছে । যে সমস্ত স্থানে বাসা বাড়ির পাইপের সংযোগ দেয়া হয়েছে সেই সমস্ত জায়গাগুলো ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এই প্রতিনিধিকে দিকে জানিয়েছেন যে, বিভিন্ন স্থানে নিজেরা প্রভাব খাটিয়ে সরকারি রাস্তা কেটে তার নিজ দিয়ে বাড়ি ঘরের সুয়ারেজ লাইনের পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছে । এই কারণেই অধিকাংশ স্থানে জন গুরুত্বপূর্ণ এ সড়কটি ভাঙ্গনের সৃষ্টি হয়েছে । তারা বলেছেন, সংরক্ষণ ও মেরামতের অভাবে বড় বড় গর্তের কারণে রাস্তাগুলো ছোট হয়ে গেছে ।
ঝুঁকি নিয়েই চলাচল করছে এই এলাকার যানবাহনগুলো। এই সড়ক দিয়ে নিয়মিত ভাবে কোনডা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা সহ ঢাকা থেকে সিরাজদিখান যাওয়ার জন্য এলাকাবাসী জাজিরা বাজার ঘাট এলাকায় যাতায়াত করে। জন গুরুত্বপূর্ণ এই সড়কটির খানা খন্দকগুলো মেরামত না করলে যে কোন মুহূর্তে এই সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এলাকাবাসী অবিলম্বে শহরটির মেরামত ও রাস্তা কেটে শুয়ারেজ পাইপলাইন অপসারণের দাবি করেছে। কেরানীগঞ্জ উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ মাহমুদ এই প্রতিনিধিকে বলেছেন, বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
দেলোয়ার হোসেন ,ঢাকা ব্যুরো 







































