বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

আটক রহিমুল ইসলাম। ছবি-সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জেরে রহিমা বেগম (২৪) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রহিমুল ইসলামের বিরুদ্ধে।

গতকাল  রবিবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ি গ্ৰামের আছিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রহিমুল ইসলামকে আটক করেছে পুলিশ।

নিহত রহিমা বেগম উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত রহিমুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে রহিমা বেগমের চুলের মুটি ধরে ঘরের কংক্রিটের খুঁটিতে মাথা ঠুকতে থাকেন রহিমুল ইসলাম। এতে রহিমার কপাল ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়।

জনপ্রিয়

আই হ্যাভ অ্যা প্ল্যান

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

প্রকাশের সময় : ১০:৪৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জেরে রহিমা বেগম (২৪) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রহিমুল ইসলামের বিরুদ্ধে।

গতকাল  রবিবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ি গ্ৰামের আছিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রহিমুল ইসলামকে আটক করেছে পুলিশ।

নিহত রহিমা বেগম উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত রহিমুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে রহিমা বেগমের চুলের মুটি ধরে ঘরের কংক্রিটের খুঁটিতে মাথা ঠুকতে থাকেন রহিমুল ইসলাম। এতে রহিমার কপাল ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়।