শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নামিবিয়াকে উড়িয়ে সুপার এইটে অস্ট্রেলিয়া

ছবি-সংগৃহীত

দুর্বল নামিবিয়াকে পাওয়ার প্লের মধ্যেই হারিয়ে রেকর্ড জয় পেল অস্ট্রেলিয়া। এ জয়ে দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করল অজিরা।

আজ বুধবার (১২ জুন) স্যার ভিভ রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে নামিবিয়ার বিপক্ষে ৯ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭২ রানেই গুটিয়ে যায় নামিবিয়া। জবাবে ৮৬ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয় পায় মার্শের দল।

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত শুরু করেন ডেভিড ওয়ার্নার। তবে ৮ বলে ২০ রান করে উইসের বলে আউট হন তিনি। কিন্তু আরেক ওপেনার ট্রাভিস হেড সেই ব্যাটিং তাণ্ডব বজায় রাখেন। ১৭ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। আর তিনে নামা মার্শ ৯ বলে ১৮ রানে অপরাজিত থাকেন।

এর আগে জাম্পা-হ্যাজেলউডের বোলিং তাণ্ডবে মাত্র ৭২ রানেই অলআউট হয়ে যায় নামিবিয়া। টি-২০ বিশ্বকাপে যা নবম সর্বনিম্ন স্কোর। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন স্পিনার অ্যাডাম জাম্পা। ৪ ওভারে মাত্র ১২ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন এ লেগি। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন হ্যাজেলউড ও স্টয়নিস। প্যাট কামিন্স ও এলিস পেয়েছেন একটি করে উইকেট।

অন্যদিকে তাদের গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে নামিবিয়া ও ওমানের। বাকি আছে স্কটল্যান্ড ও ইংল্যান্ড। যেখানে স্কটিশরা ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে আছে সুবিধাজনক অবস্থানে। আর ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে বাদ পড়ার শঙ্কায় ইংলিশরা।

টানা তিন জয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৬, রানরেটও বেশ ভালো (৩.৫৮)। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে স্কটল্যান্ড। নামিবিয়া ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। আর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে। সুপার এইটে যাওয়াটা বেশ কঠিন হবে ইংল্যান্ডের জন্য।

জনপ্রিয়

এই বাংলাদেশ পেতে ৪৭ থেকে ২৪ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে: জামায়াত আমির

নামিবিয়াকে উড়িয়ে সুপার এইটে অস্ট্রেলিয়া

প্রকাশের সময় : ১০:৩৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪

দুর্বল নামিবিয়াকে পাওয়ার প্লের মধ্যেই হারিয়ে রেকর্ড জয় পেল অস্ট্রেলিয়া। এ জয়ে দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করল অজিরা।

আজ বুধবার (১২ জুন) স্যার ভিভ রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে নামিবিয়ার বিপক্ষে ৯ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭২ রানেই গুটিয়ে যায় নামিবিয়া। জবাবে ৮৬ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয় পায় মার্শের দল।

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত শুরু করেন ডেভিড ওয়ার্নার। তবে ৮ বলে ২০ রান করে উইসের বলে আউট হন তিনি। কিন্তু আরেক ওপেনার ট্রাভিস হেড সেই ব্যাটিং তাণ্ডব বজায় রাখেন। ১৭ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। আর তিনে নামা মার্শ ৯ বলে ১৮ রানে অপরাজিত থাকেন।

এর আগে জাম্পা-হ্যাজেলউডের বোলিং তাণ্ডবে মাত্র ৭২ রানেই অলআউট হয়ে যায় নামিবিয়া। টি-২০ বিশ্বকাপে যা নবম সর্বনিম্ন স্কোর। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন স্পিনার অ্যাডাম জাম্পা। ৪ ওভারে মাত্র ১২ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন এ লেগি। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন হ্যাজেলউড ও স্টয়নিস। প্যাট কামিন্স ও এলিস পেয়েছেন একটি করে উইকেট।

অন্যদিকে তাদের গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে নামিবিয়া ও ওমানের। বাকি আছে স্কটল্যান্ড ও ইংল্যান্ড। যেখানে স্কটিশরা ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে আছে সুবিধাজনক অবস্থানে। আর ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে বাদ পড়ার শঙ্কায় ইংলিশরা।

টানা তিন জয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৬, রানরেটও বেশ ভালো (৩.৫৮)। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে স্কটল্যান্ড। নামিবিয়া ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। আর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে। সুপার এইটে যাওয়াটা বেশ কঠিন হবে ইংল্যান্ডের জন্য।