
মৌলভীবাজারের জিআর মামালার তিনটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী শৈলেন্দ্র শব্দকর (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (১১ জুন) রাতে সিলেট নগরের শাহপরান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শৈলেন্দ্র শব্দকর সদর উপজেলার বাহারমর্দন গ্রামের রংদাস গ্রামের গোপেন্দ্র শব্দকরের ছেলে।
গোপন তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার মডেল থানার এএসআই আবুল কালাম ও এএসআই সাইফুলসহ সিলেট নগরের শাহপরান এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
এএসআই আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে জানান, তার বিরুদ্ধে ২টি জিআর সাজাপ্রাপ্ত ও ১টি জিআর নরমাল সহ মোট ৩টি জিআর মামলার পলাতক আসামী।
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি 






































