
কিশোরগঞ্জে পিকআপ ভ্যানে করে পাচারের সময় ৬০ বস্তা সার আটক করেছে জনতা। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার বিন্নাটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা কৃষি অফিসার ফাহিমা আক্তার ঘটনাস্থলে গিয়ে ৪০ বস্তা ইউরিয়া ও ২০ বস্তা এমওপি মোট ৬০ বস্তা সার জব্দ করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় পাঠান।
শুক্রবার বিন্নাটি ইউনিয়নের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহানশাহ এ ঘটনায় থানায় মামলা করেছেন।
এ মামলায় বিসিআইসির তালিকাভুক্ত সার ডিলার মো. খালেকুজ্জামানসহ তিনজনকে আসামি করা হয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
খালেকুজ্জামানের অধীনে ৯ জন সাব-ডিলার আছেন। তাদের সার দিতে হলে সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে জানাতে হবে। কিন্তু তিনি না জানিয়ে ৬০ বস্তা সার সুজন নামে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। সুজন সার নেওয়ার সময় এ ঘটনা ফাঁস হয়।
নিজস্ব প্রতিবেদক 







































